promotional_ad

নেপিয়ারে সুখস্মৃতি নেই বাংলাদেশের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নেপিয়ারের ম্যাকলিন পার্কে বুধবার সিরিজের প্রথম ওয়ানডে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।


এর আগেও দুই বার এই মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু দুই বারই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল টাইগারদের।


promotional_ad

এই মাঠে দুই বারের দেখায়ই প্রথমে ব্যাট করে তিনশো পার করেছে স্বাগতিক দল। বাংলাদেশের বিপক্ষে তাঁদের সর্বোচ্চ এই মাঠে ৯ উইকেট হারিয়ে ৩৩৬ রান।


২০১০ সালের ৫ ফেবরুয়ারি বাংলাদেশকে ৩৩৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল কিউইরা। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৯০ রানেই গুঁটিয়ে যায় সাকিব আল হাসানের দল। ১৪৬ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ড্যানিয়েল ভেটোরিরা।


২০০৭ সালেও এই মাঠে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচে ৫ উইকেটে ৩৩৫ রান নিয়েছিল ব্ল্যাক ক্যাপ্সরা। জবাবে ব্যাট করে ৪৩ ওভারে মাত্র ১৮৩ রান করেছিল বাংলাদেশ।


বৃষ্টি আইনে ১০২ রানের হার নিয়ে মাঠ ছেড়েছিলো মোহাম্মদ আশরাফুলের দল। এই মাঠে বাংলাদেশ দল কোনবারই ২০০ পার করতে পারে নি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball