promotional_ad

মাশরাফিদের বড় রানের চাপে ফেলতে চায় নিউজিল্যান্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নেপিয়ারের ম্যাকলিন পার্ক স্টেডিয়ামকে ব্যাটসম্যানদের স্বর্গ হিসেবে অভিহিত করলে খুব বেশি ভুল হবে না। এই মাঠে ২০১২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৭৩ রান তুলেছিল স্বাগতিক নিউজিল্যান্ড, এই মাঠে এটাই যে কোনো দলের সর্বোচ্চ স্কোর।


শুধু তাই নয়, এই মাঠে ৩০০ ছাড়ানো মোট ইনিংসের সংখ্যা সর্বমোট ৯টি। যার মধ্যে সবমিলিয়ে ৬টিতে তিনশত ঊর্ধ্ব ইনিংস ছিলো কিউইদের। সেই নিউজিল্যান্ডের বিপক্ষে একই মাঠে আবারও মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। 


promotional_ad

বুধবার নেপিয়ারে প্রথম ওয়ানডেতে আবারও রানের ফোয়ারা ছোটানোর লক্ষ্যে খেলতে নামবে কিউইরা। ম্যাচের আগের দিন সাংবাদিকদের সাথে আলাপকালে সেই ইঙ্গিতই দিয়ে রেখেছেন দলটির ওপেনার মার্টিন গাপটিল। 


উইকেটের পূর্ণ সদ্ব্যবহার করার প্রত্যাশা নিয়ে তিনি বলেছেন, 'এখানকার উইকেট দারুণ এবং আমরা এর আগেও এখানে বড় স্কোর গড়েছি। আশা করি আমরা আগামীকাল আবারও বড় রান করতে পারবো। আমাদের শুরু থেকেই উইকেট এবং কন্ডিশন বুঝে খেলতে হবে এবং আশা করি আমরা যতটা সম্ভব এর সদ্ব্যবহার করতে পারবো।'


উল্লেখ্য এর আগে ২০১০ এবং ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে নেপিয়ারের এই মাঠে দুটি তিনশঊর্ধ্ব ইনিংস ছিলো নিউজিল্যান্ডের। সেই ম্যাচের দুটিতেই শত রানের বেশি ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। বুধবারও সেই চিত্রের পুনরাবৃত্তি হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball