বিশ্বে খুব বেশি সাকিব নেইঃ রোডস

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিউজিল্যান্ড সফর থেকে সাকিব আল হাসানের অনুপস্থিতি যে বাংলাদেশ দলকে যথেষ্ট ভোগাবে এতে কোনও সন্দেহ নেই ক্রিকেট বোদ্ধাদের। একই সাথে বোলিং এবং ব্যাটিংয়ে সমানভাবে পারদর্শীতা প্রদর্শন করতে জুড়ি মেলা ভার সাকিবের।
টাইগারদের প্রধান কোচ স্টিভ রোডসও অকপটে জানিয়ে দিয়েছেন বিশ্বে সাকিবের মতো ক্রিকেটার খুব বেশি জন্মায় নি। কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগের দিন এই ইংলিশম্যান গণমাধ্যমকে বলেছেন, 'এটি আমাদের জন্য অনেক বড় একটি আঘাত সন্দেহ নেই। বিশ্বে খুব বেশি সাকিব নেই।'

আঙ্গুলের ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ থেকে আগেই ছিটকে পড়েছেন সাকিব। এবার পুরো সফর থেকেই ছিটকে পড়ার আশঙ্কায় আছেন তিনি। স্টিভ রোডস অবশ্য নিজেও এই ব্যাপারটি নিয়ে পুরোপুরি নিশ্চিত নন।
তবে সাকিবের অনুপস্থিতিতে সামলে ওঠার মানসিকতা নিয়ে খেলতে চান তিনি। বলেছেন, 'আমি পুরো সফরের কথা বলতে পারছি না। তবে অবশ্যই ওয়ানডে সিরিজে সে থাকছে না। দেখা যাক আমরা কিভাবে সামলাতে পারি।
নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিবের পারফর্মেন্স ছিলো দারুণ। এখন পর্যন্ত কিউইদের মুখোমুখি হয়ে ২১ ম্যাচে ৩৫ টি উইকেট শিকার করেছেন তিনি। শীর্ষ উইকেট শিকারি বোলার হিসেবেও সবার ওপরে অবস্থান তাঁর।
ব্যাট হাতেও নিজেকে সমানভাবে প্রমাণ করেছেন সাকিব কিউইদের বিপক্ষে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার সেরা তিনি।
২১ ম্যাচে ২ শতক ও সমান সংখ্যক অর্ধশতকে ৩০.২৬ গড়ে ৫৭৫ রান সংগ্রহ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সুতরাং আসন্ন সিরিজে যে সাকিবের অনুপস্থিতি প্রকটভাবে অনুভব করতে যাচ্ছে বাংলাদেশ শিবির তা সহজেই অনুমেয়।