সাকিব বিহীন বাংলাদেশের মুখোমুখি কিউইরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত ১০টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। যার মধ্যে একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি টাইগাররা। এবার সেই পরিসংখ্যান পাল্টে দেয়ার আরেকটি সুযোগ এসেছে বাংলাদেশের সামনে।
আগামীকাল দীর্ঘ দুই বছর কিউইদের মাটিতে খেলতে নামছে সফরকারী বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে নেপিয়ারের ম্যাকলিন পার্কে বাংলাদেশ সময় সকাল ৭টায়। এই ম্যাচে অবশ্য দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাচ্ছে না টাইগাররা। সুতরাং তাঁর অনুপস্থিতিতে বাংলাদেশ কতটা লড়াই করতে পারবে সেটাই এখন দেখার বিষয়।
যদিও টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা প্রথম আলোকে জানিয়েছেন সাকিবকে ছাড়াও ভালো খেলার ব্যাপারে আশাবাদী তিনি। এক্ষেত্রে দলের বাকি ক্রিকেটারদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। মাশরাফি বলেছিলেন, 'সাকিব ছাড়াও আমাদের ভালো খেলার দৃষ্টান্ত আছে। যারা আছে তারা সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করা অসম্ভব নয়।'
এদিকে শুধু সাকিবই নন, ইনজুরির কারণে ছিটকে পড়েছেন পেসার তাসকিন আহমেদও। সুতরাং আগামীকাল সম্ভাব্য সেরা একাদশ সাজাতে যে বেশ গলদঘর্ম হতে হবে টিম ম্যানেজমেন্টকে তা বলাই বাহুল্য। এক্ষেত্রে দলের অভিজ্ঞ ক্রিকেটারদের ওপরেই বেশি নির্ভর করবে টাইগাররা।
তবে সাকিবের বদলী হিসেবে আগামীকাল কে খেলবেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। যদিও নেপিয়ারের বাউন্সি এবং পেস সহায়ক উইকেটের কথা বিবেচনা করে কাল একজন বাড়তি পেসার খেলাতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে মাশরাফি, মুস্তাফিজ এবং রুবেলের সাথে অন্তর্ভুক্ত হতে পারেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়াও স্পিন আক্রমণ সামলানোর জন্য থাকবেন মেহেদি হাসান মিরাজ।
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য আত্মবিশ্বাসের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকছে স্বাগতিক নিউজিল্যান্ড। কেননা সম্প্রতি ভারতের কাছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ এ পরাজিত হয়েছে তারা নিজেদের মাটিতে। যদিও কিউই দলপতি কেন উইলিয়ামসন এই সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। ভারতের বিপক্ষে সিরিজ শেষে তিনি বলেছিলেন,

'আমরা সফর করি, অনুশীলন করি এবং খেলি। এভাবেই আন্তর্জাতিক ক্রিকেট চলে আসছে বর্তমান সময়ে। আমরা সরাসরি পরবর্তী সিরিজে যাবো এবং সেটা বাংলাদেশের বিপক্ষে। আর দলের সদস্যরা ওই সিরিজের অপেক্ষায় আছে।'
উইলিয়ামসনের কথার সুত্র ধরে বলা চলে কঠিন একটি সিরিজই অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। কারণ নিজেদের মাটিতে কিউই বোলার এবং ব্যাটসম্যানেরা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটি কারোই অজানা নয়। বিশেষ করে ট্রেন্ট বোল্ট, টিম সাউদিদের গতি সামলাতে বেশ আটঘাট বেঁধেই নামতে হবে টাইগারদের তা বলাই বাহুল্য।
পিচ এবং কন্ডিশনঃ
পরিসংখ্যান বলছে নেপিয়ারের উইকেট বরাবরই পেস সহায়ক। সুতরাং আগামীকাল উইকেট থেকে পেসাররা সুবিধা পেতে পারে বেশি বলে ধারণা করা যাচ্ছে। পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কাল পরিষ্কারই থাকবে আকাশ।
রস টেইলর (নিউজিল্যান্ড)-
বাংলাদেশের বিপক্ষে রান সংগ্রাহকদের মধ্যে শীর্ষে আছেন কিউই ব্যাটসম্যান রস টেইলর। এখন পর্যন্ত ২০ টি ম্যাচে টাইগারদের বিপক্ষে ২টি শতক এবং ৬টি অর্ধশতকে ৭৮৬ রান সংগ্রহ করেছেন তিনি।
তাঁর ব্যাটিং গড়ও অসাধারণ ৫২.৪০। ফলে বোঝাই যাচ্ছে টাইগারদের সামনে পেলেই এই কিউই তারকার ব্যাট জ্বলে ওঠে। আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও আছেন তিনি। এই সিরিজেও নিজের পারফর্মেন্স ধরে রাখতে চাইবেন টেইলর।
তামিম ইকবাল (বাংলাদেশ)-
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে বেশ ভালো পারফর্ম করেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এখন পর্যন্ত ১৯ ম্যাচে ৫৩০ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে আছেন তিনি। কিউইদের মুখোমুখি হয়ে পাঁচটি অর্ধশতক হাঁকিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। আগামীকালের ম্যাচেও তাঁর ব্যাটে তাকিয়ে থাকবে বাংলাদেশ।
বাংলাদেশ স্কোয়াডঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠু???, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, নাঈম হাসান।
নিউজিল্যান্ড স্কোয়াড:
কেন উইলিয়ামসন (প্রথম দুই ম্যাচের অধিনায়ক), টড অ্যাস্টেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম (শেষ ম্যাচের অধিনায়ক), কলিন মুনরো (শেষ ওয়ানডে), জিমি নিশাম, হেনরি নিকোলাস, রস টেইলর, মিচেল স্যান্টনার ও টিম সাউদি।