promotional_ad

সাকিব ছাড়াও ভালো খেলার উদাহরণ আছেঃ মাশরাফি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে সাকিব আল হাসানকে ছাড়াই পাকিস্তানকে হারিয়েছিলো বাংলাদেশ। এরপর গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও সাকিব বিহীন বাংলাদেশ পেয়েছিলো সাফল্যের দেখা।


তিন ম্যাচের সিরিজের সবকয়টিতে জয়ের দেখা পেয়েছিলো তারা। আর সেই কারণেই কিনা নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে তেমন একটা চিন্তিত দেখা যায়নি টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।



promotional_ad

অন্যান্য ক্রিকেটাররা ভালো পারফর্ম করতে পারলে সাকিবকে ছাড়াই সাফল্যের মুখ দেখবে বাংলাদেশ, বিশ্বাস নড়াইল এক্সপ্রেসের। প্রথম আলোর সাথে আলাপকালে তিনি বলেছেন,  'সাকিব ছাড়াও আমাদের ভালো খেলার দৃষ্টান্ত আছে। যারা আছে তারা সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করা অসম্ভব নয়।'


গত জিম্বাবুয়ে সিরিজের পর থেকে টানা খেলার মধ্যে আছেন ক্রিকেটাররা। বিপিএলের পরও সেভাবে বিশ্রাম পাননি তারা। এই ক্লান্তি নিয়েই এবার কিউইদের বিপক্ষে লড়াইয়ে নামতে হবে মাশরাফিদের। এরপরেও সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে খেলার অভিপ্রায় জানিয়েছেন টাইগার দলপতি,   


'এটা ঠিক যে জিম্বাবুয়ে সিরিজ থেকে টানা ম্যাচ খেলার মধ্যে থাকায় সবাই একটু ক্লান্ত। বিপিএলের পরও বেশি বিরতি পাওয়া যায়নি। তারপরও চেষ্টা তো করতেই হবে,' বলেন মাশরাফি।



উল্লেখ্য নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বুধবার মাঠে নামতে যাচ্ছে সফরকারী বাংলাদেশ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে দুই দল।


এদিকে এই সিরিজ থেকে শুধু সাকিবই নন, ছিটকে পড়েছেন পেস তারকা তাসকিন আহমেদও। সবমিলিয়ে অনেকটা কঠিন পরীক্ষাই দিতে হবে টাইগারদের।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball