আগের অবস্থানে আছেন সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সম্প্রতি আইসিসির প্রকাশিত টি-টুয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। র্যাঙ্কিংয়ে উন্নতি বা অবনমন কোনটিই হয়নি তাঁর।
৬৫৮ রেটিং পয়েন্ট নিয়ে তাঁর অবস্থান সাত নম্বরে। সাকিব দেশের হয়ে সর্বশেষ টি-টুয়েন্টি খেলেছিলেন ২০১৮ সালে। উইন্ডিজের বিপক্ষে।

সেবার দুর্দান্ত পারফর্মেন্স করে র্যাঙ্কিংয় বেড়েছিল তাঁর। কিন্তু এরপরে এখন পর্যন্ত টি-টুয়েন্টি ম্যাচ খেলেনি বাংলাদেশ দল। উল্লেখ্য, উইন্ডিজের বিপক্ষে সেবার সিরিজের সেরা নির্বাচিত হয়েছিলেন সাকিব।
তিন ম্যাচে ব্যাট হাতে করেছিলেন ১০৩ রান। আর বল হাতে নিয়েছিলেন ৮ উইকেট। এমন পারফর্মেন্সের পর আইসিসি টি-টুয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছিলেন তিনি।
এখন আছেন সেই ৩৭তম স্থানে। এছাড়া বোলিং র্যাঙ্কিংয়েও দশ থেকে সাত নম্বরে উঠে এসেছিলেন সাকিব। সেবার অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ উন্নতি করেছিলেন তিনি, এখনও আছে দ্বিতীয় স্থানেই।