আবারও দুঃসংবাদ শুনলেন ইমরুল

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
খারাপ সময় কাটছেই না টাইগার ওপেনার ইমরুল কায়েসের। নিউজিল্যান্ডের সফরে দলের বিমানে জায়গা মেলেনি তাঁর। সোমবার জানা গেল গ্রোইন ইনজুরিতে ভুগছেন ইমরুল।
একারণে তাঁকে এক সপ্তাহের মতো বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগ। ইতিমধ্যেই অবশ্য এমআরআই করিয়ে নিয়েছেন ইমরুল।

এক সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকার পর তাঁকে আবারও পরীক্ষা করে দেখবে বিসিবির মেডিক্যাল বিভাগ। সুস্থ হতে হলে এই এক সপ্তাহ পুরো দমে বিশ্রামে থাকতে হবে ইমরুলকে।
উল্লেখ্য, বিপিএল শিরোপা জয়ী অধিনায়ক ইমরুল বিপিএল চলাকালেও ভুগেছেন ইনজুরিতে। বিপিএল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খেলার সময় পিঠে ব্যথা পেয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক।
এরপরে প্রথম কোয়ালিফায়ারে ইনজুরি নিয়েই খেলেছিলেন তিনি। দুটো ম্যাচই ছিল রংপুর রাইডার্সের বিপক্ষে।
প্রথম কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে ইনজেকশন নিয়ে খেলেছিলেন তিনি।