promotional_ad

মুনরোর জবাব দেয়ার মঞ্চ বাংলাদেশ সিরিজ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে সুযোগ পাচ্ছেন না কিউই ওপেনার কলিন মুনরো। এর আগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মুনরোর জায়গায় হেনরি নিকলসকে সুযোগ দিয়েছিল কিউইরা।  


নির্বাচকদের এমন সিদ্ধান্তের জবাব ব্যাট হাতে দিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে এসে ৪০ বলে ৭২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন এই হার্ড হিটার।


বিধ্বংসী ইনিংস দিয়ে নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেয়ার সুযোগ আশা বাঁচিয়ে রাখলেন তিনি। আগামী সপ্তাহের ফের নিজেকে প্রথম করার সুযোগ পাচ্ছেন এই বাঁহাতি।



promotional_ad

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে স্কোয়াডে আছেন তিনি। নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান মুনরোকে সুযোগ দুই হাতে লুফে নিতে বলছেন।


'সে বাংলাদেশ সিরিজের শেষের দিকে আরেকটি সুযোগ পাবে। তাঁর জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ হবে। যখন সে সুযোগ পাবে, ঠিক বাকি সব প্লেয়ারদের মতই, সুযোগটা দুই হাতে লুফে নেয়া গুরুত্বপূর্ণ।'


'সবাইকে টানা পারফর্ম করে যেতে হবে। কলিন (মুনরো) গতকাল ভালো করেছে, দেখে ভালো লাগছে। সে দেখিয়ে দিয়েছে কতোটা ভয়ঙ্কর হতে পারে সে। এভাবে খেলতে দেখে ভালো লাগছে। পুরো ইনিংসের ভিত্তি গড়ে দিয়েছে সে।'


জানিয়ে রাখা ভালো, ১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে দুই দল। ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ওয়ানডে ক্রাইস্টচার্চে। সিরিজের শেষ ম্যাচটি হবে ডানেডিনে, ২০ ফেব্রুয়ারি।



নিউজিল্যান্ড ওয়ানডে দলঃ কেন উইলিয়ামসন (প্রথম দুই ম্যাচের অধিনায়ক), টড আসেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম (শেষ ম্যাচের অধিনায়ক), কলিন মুনরো (শেষ ওয়ানডে), জিমি নিশাম, হেনরি নিকলস, রস টেলর, মিচেল স্যান্টনার ও টিম সাউদি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball