পাকিস্তানে নয়, আরব আমিরাতেই খেলবে অস্ট্রেলিয়া

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ পাকিস্তানের মাটিতে আয়োজন করতে চেয়েছিল পিসিবি। তবে নিরাপত্তার জনিত কারণে অস্ট্রেলিয়া পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়নি। ফলে সিরিজটি আরব আমিরাতের মাটিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
রোববার আসন্ন এই সিরিজের সূচি ঘোষণা করেছে পাকিস্তানের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। ঘোষিত সূচিতে ম্যাচগুলোর ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের শারজা, আবুধাবি আর দুবাইকে রেখেছে পিসিবি।

২২ ও ২৪ মার্চ প্রথম দুটি ম্যাচ হবে শারজায়। ২৭ মার্চ তৃতীয় ওয়ানডে আবুধাবি আর ২৯ ও ৩১ মার্চ শেষ দুটো হবে দুবাইয়ে। আসন্ন এই সিরিজ দিয়েই নিষেধাজ্ঞা কাটিয়ে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে মাঠে ফিরবেন ওয়ার্নার ও স্মিথ।
এদিকে, ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত পাকিস্তান থেকে। এরপর কয়েকটি দল ম্যাচ খেললেও পুরোপুরি ভাবে পাকিস্তানে খেলতে রাজি হচ্ছে না কোনো দল।
এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের অন্তত দুটো ম্যাচ পাকিস্তানে আয়োজনের চেষ্টা করেছিল পিসিবি। সেই চেষ্টায় ব্যর্থ হয়েছে তারা। পিসিবির নির্বাহী জাকির খান জানিয়েছেন ঘরের মাঠে নিজ দলের খেলা দেখতে সমর্থকদের আরও কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে।
'পিসিবি ভেবেছিল অস্ট্রেলিয়াকে রাজি করাতে পারবে। কিন্তু আমরা হতাশ। পাকিস্তানের ক্রিকেট ফ্যানদের ঘরের মাঠে আন্তজার্তিক ম্যাচ দেখার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।'