সাকিব না থাকায় নিউজিল্যান্ড সফর চ্যালেঞ্জিংঃ মাশরাফি

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নিউজিল্যান্ড সিরিজ আরও চ্যালেঞ্জিং হয়ে গেল বাংলাদেশের জন্য, মনে করছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
নিউজিল্যান্ডের মাটিতে অতীত রেকর্ড খুব বেশি সুখকর নয় বাংলাদেশের। ধারণা করা হচ্ছিল এবার অন্তত ভালো পারফর্ম করবে দল। কিন্তু ইনজুরির কারণে সাকিবের অনুপস্থিতি শুরুতেই যেন পিছিয়ে দিলো বাংলাদেশকে।

'এমনিতেই সিরিজটি অনেক বড় রকমের চ্যালেঞ্জিং ছিল। সাকিবের অনুপস্থিতি এখন সিরিজটিকে আরও বেশি চ্যালেঞ্জিং করে দিয়েছে। আমাদের ইতিবাচক খেলতে হবে।'; রবিবার নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে জানিয়েছেন মাশরাফি।
ওয়ানডে অধিনায়ক কথা বলেছেন সেখানকার উইকেট নিয়েও। মাশরাফির ধারণা বিপিএলের শেষ দুটি ম্যাচে শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট যেমন ব্যাটিং সহায়ক ছিল, অমনটাই হবে নিউজিল্যান্ডে।
কেননা সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড বনাম ভারত সিরিজেও ফ্ল্যাট উইকেট দেখা গিয়েছে নিউজিল্যান্ডে। এক্ষেত্রে বিপিএলের মাধ্যমে আরও ভালো ফর্মে ফেরা ব্যাটসম্যানদের জন্য খেলা সহজ হলেও বোলারদের দিতে হবে কঠিন পরীক্ষা, মনে করছেন মাশরাফি।
'বিপিএলের সেমিফাইনাল আর ফাইনালে আমরা যেমন উইকেট পেয়েছি, উইকেট ঠিক তেমনি ফ্ল্যাট হবে। আমাদের ব্যাটসম্যানরা বিপিএলে ফর্মে ফিরেছে। এখন বোলারদের চ্যালেঞ্জ নিতে হবে।'