promotional_ad

ইংলিশদের উড়িয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। আর এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছে তারা। 


কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের জন্য মাত্র ৩৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয়েছিলো ইংলিশরা। এরপর ব্যাটিং করতে নেমে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আকবর আলির দল। শামিম হোসেন ২০ এবং পারভেজ হোসেন ইমন ৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। 


এদিন সকালে ৬ উইকেটে ৮৯ রান নিয়ে খেলা শুরু করেছিলো সফরকারী ইংলিশরা। মিডল অর্ডার ব্যাটসম্যান জর্জ হিল এবং লোয়ার অর্ডারে খেলতে নামা লুক হলম্যান ভালোই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে। জুটি গড়েছিলেন ৪৫ রানের। কিন্তু ৩২ রান করা হিলকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে এই জুটি ভেঙ্গে দেন বাঁহাতি স্পিনার মিনহাজুর রহমান। 


হিলকে ফিরিয়েই ক্ষান্ত হননি ১৭ বছর বয়সী এই তরুণ। দলীয় ১৪১ রানের মাথায় হলম্যানকেও এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। ২৯ রান করে আউট হতে হয়েছে তাঁকে। এরপর একে একে হামিদুল্লাহ কাদরি এবং শেষ ব্যাটসম্যান অ্যাডাম ফিঞ্চকে ফিরিয়ে ৬টি উইকেট নিজের দখলে নিয়ে ফেলেন মিনহাজুর। ফলে মাত্র ১৫২ রানে অলআউট হয়ে গিয়েছে ইংলিশ যুবারা। মিনহাজুর ছাড়া ৩টি উইকেট নিয়েছেন আসাদুল্লাহ হিল গালিব এবং ১টি উইকেট শিকার করেছেন শাহাদাত হোসেন। 


এর আগে ম্যাচটির শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক টম ল্যাম্মনবাই। এরপর খেলতে নেমে বাংলাদেশী বোলারদের দারুণ বোলিংয়ের সামনে মাত্র ২৮০ রানে অলআউট হয়ে গিয়েছিলো সফরকারীরা। 



promotional_ad

দুই ওপেনার চার্লসওর্থ এবং জর্জ বল্ডারসন হাঁকিয়েছিলেন জোড়া অর্ধশতক। চার্লসওর্থ ৯৯ এবং বল্ডারসন ৬৫ রান করেছিলেন। এছাড়া আর কেউই তেমন উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি। ইংলিশ শিবিরে মূল হন্তারক হিসেবে ভূমিকা পালন করেছিলেন বাঁহাতি স্পিনার রুহেল আহমেদ। ৭১ রানে ৪ উইকেট শিকার করেছেন তিনি। এই ইনিংসেও দারুণ পারফর্ম করেছেন মিনহাজুর। ১৬ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি প্রথম ইনিংসে। অপরদিকে ২টি উইকেট পান আসাদুল্লাহ গালিব। 


ইংলিশদের এই রানের জবাবে এরপর ব্যাটিং করতে নেমে চার ব্যাটসম্যানের অর্ধশতকে ৯ উইকেটে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করেছিলো স্বাগতিক বাংলাদেশ। শাহাদাত হোসেন ৮৪, অধিনায়ক আকবর আলি ৮২, তৌহিদ হৃদয় ৬১ এবং পারভেজ ইমন ৬২ রানের ইনিংস খেলেছেন। এছাড়াও ৪৯ রান এসেছে ওপেনার অমিত হাসানের ব্যাট থেকে। ইংলিশদের পক্ষে ২টি উইকেট নিতে পেরেছেন হামিদুল্লাহ কাদরি। 


বাংলাদেশের থেকে ১১৮ রানে পিছিয়ে থেকে ব্যাটিং করতে নেমে গতকাল ৮৯ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে বসেছিলো ইংল্যান্ড। এরপর হিল এবং হলম্যানের ব্যাটে শেষ পর্যন্ত আর উইকেট না হারিয়ে দিন শেষ করেছিলো তারা। হিল ১২ ও হলম্যান শুন্য রানে অপরাজিত ছিলেন।


সংক্ষিপ্ত স্কোরঃ


ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ২৮০ অলআউট (৯৪.২ ওভার) (চার্লসওর্থ ৯৯, বল্ডারসন-৬৫; রুহেল ৪/৬১)


বাংলাদেশ প্রথম ইনিংসঃ ৩৯৮/৯ (১২১.৫ ওভার) (আকবর ৮২, শাহাদাত- ৮৪; কাদরি ২/১০৫)



ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ ১৫২/১০ (৮৪.৩ ওভার) (হিল-৩২, হলম্যান-২৯; মিনহাজুর-৬/২৮)


বাংলাদেশ দ্বিতীয় ইনিংসঃ ৪০/২ ( শামিম-২০*, অমিত-১০; ফিঞ্চ-১/৬) 


লক্ষ্য- ৩৫ রান



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball