ক্রিকইনফোর সেরা একাদশে ইয়াসির, অধিনায়ক তামিম!

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) শেষ হওয়ার পরের দিনই সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকইনফো। এই একাদশে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে তামিম ইকবালকে!
বিষয়টি অনেকটাই বিস্ময়কর। কেননা চলতি বিপিএলে ১৪টি ম্যাচে ৩৮.৯১ গড় এবং ১৩৩.৮১ স্ট্রাইক রেটে ৪৬৭ রান সংগ্রহ করা তামিম কুমিল্লার অফিসিয়াল অধিনায়কও ছিলেন না!
তবে ইমরুল কায়েসের তুলনায় তাঁকেই মাঠের বিভিন্ন দিক নির্দেশনায় দেখা গিয়েছে। কথিত আছে, তামিমের সিদ্ধান্তই প্রকটভাবে ছিল মাঠে এবং মাঠের বাইরে। একারণেই হয়তো ক্রিকইনফো তামিমকে তাঁদের বিপিএল সেরা একাদশের অধিনায়ক হিসেবেই রেখেছে।
এই একাদশে তামিমের সঙ্গী হিসেবে রাখা হয়েছে ঢাকা ডায়নামাইটস অলরাউন্ডার সুনিল নারিনকে। একাদশে তৃতীয় স্থানে আছেন এবি ডি ভিলিয়ার্স। মাত্র ছয় ম্যাচ খেলা ভিলিয়ার্স যেসব ম্যাচে খেলেছেন তার কোনোটিতেই হারেনি রংপুর।
ব্যাট হাতে একটি সেঞ্চুরিসহ ২৪৭ রান করেছেন তিনি। একাদশে রাখা হয়েছে চিটাগং ভাইকিংসের হয়ে খেলা ইয়াসির আলীকে। ১১ ম্যাচে ৩০৭ রান করা ইয়াসির এবারের বিপিএলে সত্যিকার অর্থেই আলো ছড়িয়েছেন।

এছাড়া প্রত্যাশিতভাবে একাদশে আছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক রংপুর রাইডার্সের আরেকজন দক্ষিণ আফ্রিকান রিক্রুট রাইলি রুশো। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ব্যাটিং করে পাঁচটি অর্ধশতক এবং একটি শতকের সাহায্যে ১৪ ম্যাচে ৫৫৮ রান সংগ্রহ করেছেন তিনি।
একাদশে উইকেটরক্ষক হিসেবে আছেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। আসরে ১৩ ম্যাচে ৩৫.৫০ গড়ে ৪২৬ রান সংগ্রহ করেছেন তিনি।
মুশফিকের পর আছেন ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। এবারের বিপিএলে ব্যাট হাতে ১৫ ম্যাচে ৩০১ রান সংগ্রহ করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব। ২১.৫০ গড় এবং ১১৩.১৫ স্ট্রাইক রেটে খেলা ডাইনামাইটস অধিনায়ক বল হাতেও সফল ছিলেন।
বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি। এবারের বিপিএলে সবমিলিয়ে ৭.২৫ ইকোনমি রেট এবং ১৭.৬৫ গড়ে ২৩টি উইকেট শিকার করেছেন সাকিব।
সাকিবের দলে খেলা ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল এই একাদশে জায়গা পেয়েছেন ফিনিশিং দেওয়ার সক্ষমতায়। ১৫৬.৫৪ স্ট্রাইক রেটে মোট ১৫টি ম্যাচে ৩৩.২২ গড়ে ২৯৯ রান সংগ্রহ করেছেন তিনি।
একাদশটিতে তিন পেসার হিসেবে জায়গা করে নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন এবং তাসকিন আহমেদ।
রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি এবারের বিপিএলে ১৪ ম্যাচে ২২ টি, ডায়নামাইটস পেসার রুবেল ১৫ ম্যাচে ২২ টি এবং সিলেট সিক্সার্সের পেস তারকা তাসকিন ১২ ম্যাচে ২২ উইকেট শিকার করেছেন।
ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশঃ
তামিম ইকবাল (অধিনায়ক), সুনিল নারিন, এবি ডি ভিলিয়ার্স, ইয়াসির আলী, রাইলি রুশো, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, তাসকিন আহমেদ।