promotional_ad

বাংলাদেশের সাকিব, নিউজিল্যান্ডের মিলস

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট|| 


নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ৭টি ওয়ানডে সিরিজে খেলেছে বাংলাদেশ দল। এর মধ্যে কেবল দুটি সিরিজে জয় পেয়েছে টাইগাররা। বাকি পাঁচটিতেই হেরেছে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের পারফর্মেন্স বেশ ভালো না হলেও বল হাতে কিউইদের বিপক্ষে দাপট দেখিয়েছেন টাইগার তারকা সাকিব আল হাসান।


দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় শীর্ষে আছেন সাকিব।  তিনি কিউইদের বিপক্ষে ২১ ম্যাচ খেলে বল হাতে নিয়েছেন ৩৫ টি উইকেট।


শীর্ষ পাঁচে নিউজিল্যান্ডের কোনো বর্তমান বোলার নেই। শীর্ষ পাঁচে বাংলাদেশের দুজন ও নিউজিল্যান্ডের তিনজন বোলার আছেন। ১৭ ম্যাচে ৩৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার কাইল মিলস।



promotional_ad

দুই দলের সর্বাধিক উইকেট শিকারির তালিকায় মিলসের অবস্থান ২ নম্বরে। এই অলরাউন্ডার ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এই তালিকার ৩ নম্বরে আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি।


তিনি বাংলাদেশের বিপক্ষে ২০ ম্যাচ খেলে ৩১ উইকেট নিয়েছেন। ১২ ম্যাচে ২১ উইকেট নিয়ে এই তালিকার ৪ নম্বরে আছেন টাইগার পেসার রুবেল হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে খুব বেশি ম্যাচে খেলার সুযোগ না পেলেও নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন রুবেল।


এই তালিকার পাঁচ নম্বরে আছেন নিউজিল্যান্ডের আরেক অলরাউন্ডার জেকব ওরাম। তিনি বাংলাদেশের বিপক্ষে ১২ টি ম্যাচ খেলে নিয়েছেন ১৯ উইকেট। ওয়ানডেতে দুই দলের দেখায় সাকিব শীর্ষ উইকেট শিকারি হলেও তাকে আসন্ন সিরিজে পাচ্ছে না বাংলাদেশ।


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে বাঁহাতের আঙুলে চোট পেয়ে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। সিরিজ শুরুর আগে দলের সেরা বোলারকে হারানো বড় একটি ধাক্কা বাংলাদেশ দলের জন্য।



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball