promotional_ad

বাংলাদেশি পেসারদের প্রশংসায় ড্যানি মরিসন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


প্রথম বারের মত বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরে ধারাভাষ্য করতে এসেছিলেন নিউজিল্যান্ডের জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন। বিপিএলের মাঝ পথে যোগ দিলেও বাংলাদেশের বোলাররা মনে ধরেছে তাঁর। রুবেল, তাসকিন এবং খালেদের মতো পেসাররা অভিভূত করেছে তাঁকে।


এবারের বিপিএলের সেরা পাঁচজন বোলারের পাঁচজনই বাংলাদেশী। এখানে একমাত্র স্পিনার হিসেবে ২৩ উইকেট নিয়ে সাকিব আল হাসান সবার উপরে থাকলেও ২২টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ এবং রুবেল হোসেন।


promotional_ad

এই দুই পেসারকে তাঁদের পারফর্মেন্সের জন্য প্রশংসায় ভাসিয়েছেন মরিসন। এছাড়া ১৭ উইকেট নেয়া চট্টগ্রামের খালেদ আহমেদের মাঝে প্রতিভা দেখতে পেয়েছেন তিনি। ক্রিকফ্রেঞ্জিকে দেয়া সাক্ষাৎকারে মরিসন জানান, 


'দেখুন, তাসকিন যথেষ্ট দ্রুত বোলিং করে, রুবেলও তাই। তাদের উচ্চতা ভিন্ন। বাঁহাতি পেসারও রয়েছে এখানে। তারা আসলেই অনেক দুর্দান্ত। তারা বল সুইং করাতে পারে। 


'খালেদ আহমেদের মতো তরুণ প্রতিভা রয়েছে, সে অনেক লম্বা। সে উইকেটে জোরে বল করতে সক্ষম। বিপিএলে এসে বাংলাদেশী পেসারদের মধ্যে এসব দেখতে পারায় আমি অভিভূত।'


এবারের বিপিএলে ২২টি করে উইকেট নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। ২০ উইকেট নেয়া মোহাম্মদ সাইফুদ্দিন আছেন ৫ নম্বরে। 


বিপিএলে অংশ নেয়া এই প্রতিভাবান পেসারদের অনেকেই আছেন আসন্ন নিউজিল্যান্ড সফরের দলে। তবে শুধু কপাল পুড়েছে তাসকিন আহমেদের। স্কোয়াডে ডাক পাওয়ার পরও পায়ের ইনজুরিতে পড়ে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গিয়েছেন তিনি।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball