টিভি পর্দায় বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে এবং টেস্ট সিরিজের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের গাজি টিভি। তবে দেশের বাইরে থেকেও খেলাগুলো দেখার সুযোগ থাকছে ক্রিকেট প্রেমীদের।
বাংলাদেশ ছাড়া ভারত এবং উপমহাদেশের বাকি দেশগুলোতে খেলা দেখা যাবে স্টার স্পোর্টসে। যুক্তরাজ্যের অধিবাসীদের জন্য সরাসরি সম্প্রচার করা হবে স্কাই স্পোর্টস ক্রিকেট চ্যানেলটিতে। অপরদিকে যুক্তরাষ্ট্রের সমর্থকেদের জন্য খেলা দেখার সুবিধা করে দিচ্ছে উইলো টিভি।
অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় সিরিজ দুটি সরাসরি সম্প্রচারের দায়িত্বে থাকছে যথাক্রমে ফক্স স্পোর্টস ও সুপার স্পোর্ট। খেলা সরাসরি উপভোগ করতে পারবেন ক্যানাডা, মালয়শিয়া এবং মধ্যপ্রাচ্যের অধিবাসীরাও।

ক্যানাডাতে এটিএন ক্রিকেটপ্লাস, মালয়শিয়াতে অ্যাস্ট্রো ক্রিকেট এইচডি এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি চ্যানেল খেলা সরাসরি সম্প্রচার করবে।
এছাড়াও হটস্টার, উইলো টিভি অনলাইন, নাউ টিভি এবং সুপার স্পোর্ট লাইভে অনলাইনে খেলাগুলো দেখার সুবিধা থাকছে। এই চ্যানেলগুলোর মাধ্যমে আলজেরিয়া, মিশর, ইরান, ইরাক, ইসরাইল, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মাউরিতানিয়া, মরক্কো, ওমান, প্ল্যালেস্টাইন, কাতার, সৌদি আরব, সুদান, সিরিয়া, তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেনের অধিবাসীরা খেলা দেখতে পারবেন।
খেলা সরাসরি সম্প্রচার করা চ্যানেলগুলোর তালিকাঃ
ভারত এবং উপমহাদেশ | স্টার স্পোর্টস |
যুক্তরাজ্য | স্কাই স্পোর্টস ক্রিকেট |
অস্ট্রেলিয়া | ফক্স স্পোর্টস |
দক্ষিণ আফ্রিকা | সুপার স্পোর্ট |
বাংলাদেশ | গাজি টিভি |
ক্যানাডা | এটিএন ক্রিকেটপ্লাস (এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক) |
যুক্তরাষ্ট্র | উইলো টিভি |
মালয়শিয়া | অ্যাস্ট্রো ক্রিকেট এইচডি |
মধ্যপ্রাচ্য | ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি |
উল্লেখ্য নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে টাইগারা খেলতে নামবে আগামী ১৩ই ফেব্রুয়ারি। নেপিয়ারে বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।
এরপর ১৬ তারিখ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে গড়াবে ম্যাচটি। সিরিজের শেষ ম্যাচটি আগামী ২০শে ফেব্রুয়ারি ডানেডিনে অনুষ্ঠিত হবে। আর এই ম্যাচটিও শুরু হবে ভোর ৪টায়।