বিপিএল নিয়ে সন্তুষ্ট পাপন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট||
জমকালো ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের ষষ্ঠ আসরের। আগের আসরগুলোর থেকে এবারের আসরটি আরও সফলভাবে আয়োজনের চেষ্টা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এই প্রচেষ্টাতে যথেষ্ট সফলও হয়েছে তারা। এমনটাই বিশ্বাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের।
এবারের আসরে গভর্নিং কাউন্সিলের উদ্দেশ্য ছিল আগের সব বিপিএলেকে ছাড়িয়ে যাওয়ার। বোর্ড সভাপতি মনে করছেন এই লক্ষ্যে তারা বেশ সফল হয়েছেন।

সেই সঙ্গে এবারের আসরে প্রযুক্তির দিক থেকেও এগিয়ে ছিলো টুর্নামেন্টটি। এছাড়া প্রোডাকশনের কাজও ভালো হয়েছে। পাপন তাই বলেছেন,
'আমি সন্তুষ্ট, কারণ প্রত্যেক আসরে আমরা চেষ্টা করেছি আগের বারের তুলনায় ভালো করার। এবার আসরে আমরা বেশী মনোযোগ দিয়েছি প্রযুক্তির দিকে, সেই দিক থেকে ভালোই হয়েছে সব।
'দর্শকদের আগমন দেখে এখন মনে হচ্ছে স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে। আমরা প্রত্যেকবারই চেষ্টা করেছি উন্নতি করার। এই বছর প্রোডাকশন অনেক ভালো কাজ করেছে, এখন পর্যন্ত বড় কোন অভিযোগ পাই নি।'
উল্লেখ্য শুক্রবার বিপিএলের ফাইনাল দেখতে উপস্থিত হয়েছিলেন বোর্ড সভাপতি পাপন। সঙ্গে এসেছিলেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। এছাড়া বিপিএল গভর্নিং কাউন্সিলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন ফাইনালে।