সাকিবের ইনজুরি বাংলাদেশের জন্য বড় ধাক্কাঃ বাশার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আঙ্গুলের ইনজুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন বাংলাদেশের টেস্ট এবং টি-টুয়েন্টি দলপতি সাকিব আল হাসান। সেই সঙ্গে সিরিজের প্রথম দুই টেস্টেও সাকিবকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। আর সাকিবের নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে যাওয়া বাংলাদেশের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন নির্বাচক হাবিবুল বাশার।
সাকিব ছিটকে গেলেও এখনও তাঁর বদলী কে হবেন এই ব্যাপারে এখনও কোনও আলোচনা করেন নি বলেও জানিয়েছেন নির্বাচক বাশার। তবে দ্রুতই সাকিবের বদলী ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে উল্লেখ করে বাশার বলেছেন,
'সিরিজ শুরুর আগে সাকিবের ছিটকে যাওয়া অবশ্যই বড় ধাক্কা। আমরা এখনও তাঁর বদলী ক্রিকেটার হিসেবে কারও নাম ঘোষণা করিনি। এই ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নিবো আমরা।'

শুক্রবারের বিপিএলের ফাইনালে ব্যাটিংয়ের সময় মাত্র ৫ বল খেলেছেন সাকিব। ইনিংসের ১১তম ওভারের ৫ম বলে থিসারা পেরেরার শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে বাঁহাতের অনামিকাতে আঘাত পান তিনি।
পরের ওভারের প্রথম বলেই আউট হয়ে যান বাঁহাতি এই ব্যাটসম্যান। ম্যাচের শেষে তাঁর আঙ্গুলের স্ক্যান করানো হলে দেখা যায় সেখানে চিড় ধরা পড়েছে।
আঙ্গুলের চোট নতুন নয় সাকিবের জন্য। গেল বছর এই চোটের কারণে অনেক দিন মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। যদিও এবারের ইনজুরি তাঁর আরেক আঙ্গুলে।
গেল বছরের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোট পেয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। খেলতে পারেননি দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে।
এছাড়া শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত নিদাহাস ট্রফির কয়েকটি ম্যাচেও খেলতে পারেন নি তিনি। একই কারণে এশিয়া কাপের ফাইনালের আগে থেকে দেশে ফিরতে হয়েছিল সাকিবকে। ছিলেন না অক্টোবরে দেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজেও