promotional_ad

তামিম এবং বিসিবির প্রশংসায় আফ্রিদি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনালে তামিম ইকবালের অপরাজিত ১৪১ রানের ইনিংসটিকে ভয়ডরহীন ইনিংস হিসেবে আখ্যায়িত করেছেন তাঁর কুমিল্লা সতীর্থ পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। নিজের অফিসিয়াল টুইটারে টুইট করে এমনই জানিয়েছেন তিনি।


সেই সঙ্গে সামনের বিপিএলেও খেলতে আসার ইচ্ছে প্রকাশ করেছেন এই অলরাউন্ডার। আর দারুণ একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য বিসিবির প্রশংসা করেছেন তিনি। আফ্রিদি জানান,


promotional_ad

'দারুণ রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ ছিল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রত্যেক খেলোয়াড় এবং টিম ম্যানেজম্যান্টকে শুভেচ্ছা। দুর্দান্ত ইনিংস খেলেছে তামিম, একদম ভয়ডরহীন ইনিংস।


'ম্যাচ উইনিং বোলিং করেছে ওয়াহাব। আর বিসিবিকে ধন্যবাদ জানাতেই হয় এতো সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। আশা করছি পরের বিপিএলে আবারও আসবো।'


তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরিতে ঢাকা ডাইনামাইটসকে হারিয়ে বিপিএলের তৃতীয় শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাঁর অপরাজিত ১৪১ রানের উপর ভর করে এদিন ঢাকার বিপক্ষে ১৭ রানের জয় পায় ইমরুল কায়েসের দল।


দলের জয়ে সবচেয়ে বড় অবদান ছিল তামিম ইকবালের। ১১ ছক্কা এবং ১০ চারের সাহায্যে ৬১ বলে ১৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ওপেনার। তাঁর এই ইনিংসের উপর ভর করেই ১৯৯ রানের পুঁজি পায় কুমিল্লা। জবাবে ১৮২ রান তুলতে সক্ষম হয় ঢাকা।


ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও অসাধারণ ছিলেন তামিম। ফাইনালে ম্যাচ সেরা হওয়ার দিন ২টি ক্যাচ নিয়েছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball