promotional_ad

ফের ইনজুরিতে সাকিব, যাওয়া হচ্ছে না নিউজিল্যান্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লীগের ফাইনালে ফের আঙ্গুলে চোট পেয়েছেন বাংলাদেশের টেস্ট এবং টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। যেকারণে আপাতত নিউজিল্যান্ড সফরে যাওয়া হচ্ছে না তাঁর।


জানা গিয়েছে, এই চোটের কারণে প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,


'ম্যাচ শেষে তাঁর আঙ্গুলের এক্সরে করানো হয়েছে। সেখানে দেখা যায় তাঁর আঙ্গুলে চিড় ধরা পড়েছে। তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।'


শুক্রবারের ফাইনালে ব্যাটিংয়ের সময় মাত্র ৫ বল খেলেছেন সাকিব। ইনিংসের ১১তম ওভারের ৫ম বলে থিসারা পেরেরার শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে বাঁহাতের অনামিকা আঙ্গুলে আঘাত পান তিনি।


promotional_ad

পরের ওভারের প্রথম বলেই আউট হয়ে যান বাঁহাতি এই ব্যাটসম্যান। ম্যাচের শেষে তাঁর আঙ্গুলের স্ক্যান করানো হলে দেখা যায় সেখানে চিড় ধরা পড়েছে। 


শনিবার রাতেই নিউ জিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা সাকিবের। বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে কিউইদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ত??ন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে ২০ ফেবরুয়ারি। 


এরপর প্রথম টেস্ট ২৮ ফেব্রুয়ারি থেকে, দ্বিতীয়টি ৮ মার্চ থেকে। ১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া শেষ টেস্টে চোট থেকে সেরে উঠলে সাকিবকে পাওয়ার ব্যাপারে আশা করা যাচ্ছে।


আঙ্গুলের চোট নতুন নয় সাকিবের জন্য। গেল বছর এই চোটের কারণে অনেক দিন মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। যদিও এবারের ইনজুরি তাঁর আরেক আঙ্গুলে। 


গেল বছরের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোট পেয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। খেলতে পারেননি দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে।


এছাড়া শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত নিদাহাস ট্রফির কয়েকটি ম্যাচেও খেলতে পারেন নি তিনি। একই কারণে এশিয়া কাপের ফাইনালের আগে থেকে দেশে ফিরতে হয়েছিল সাকিবকে। ছিলেন না অক্টোবরে দেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজেও।


ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে শনিবার রাতে নিউজিল্যান্ডে রওনা হবেন বিপিএলের ফাইনালে খেলা তামিম ইকবাল, মোহাম্মদ সাইফুদ্দিন ও রুবেল হোসেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball