চার তারকার ব্যর্থতার মাশুল দিয়েছে ডায়নামাইটস

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঢাকা ডায়নামাইটসের হয়ে গুরুত্বপূর্ণ ফাইনালে ব্যাট হাতে পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান সহ দলের তিন ক্যারিবিয়ান তারকা সুনিল নারিন, আন্দ্রে রাসেল এবং কাইরন পোলার্ড। আর এখানেই পিছিয়ে পরেছে ঢাকা, মনে করছেন সাকিব।
উপুল থারাঙ্গা এবং রনি তালুকদার ব্যাট হাতে দুর্দান্ত খেললেও এদিনে একেবারেই নিস্প্রম্ভ ছিলেন এই চারজন। ফাইনাল শেষে সাংবাদিক সম্মেলনে সাকিব জানান,
'আজকে আমি, রাসেল, নারিন, পোলার্ড কিছুই করতে পারিনি। আমাদের উপরে দল অনেক নির্ভর করে। তো আমরা করতে পারিনি দেখে হেরে গেলাম।'

ম্যাচে সুনিল নারিন প্রথম ওভারে শুন্য রানে ফিরে গেলেও দারুণ ছন্দে ছিলেন উপুল থারাঙ্গা এবং রনি তালুকদার। দুজনে মিলে দলকে ১০২ রানের জুটিও উপহার দিয়েছিলেন। কিন্তু সেই জুটি ভাঙার পরেই ছন্দপতন হয় ঢাকার।
'১৯৯ রান করার পরে অন্তত আমি মনে করেছিলাম যে এতো ভালো উইকেটে এই রান তাড়া করা সম্ভব। ১১ ওভারের মধ্যে আমাদের রান চলে যায় ১২০ এ। হাতে তখনও ৮-৯ উইকেট ছিল, বাকী ছিল ৮০-৯০ রান।
'আর আমাদের পাওয়ার হিটার ছিল পরের দিকে, তাই আমরা আত্মবিশ্বাসী ছিলাম। আমাদের আসলেই রান তাড়া করা উচিত ছিল। আমরা আসলে মোমেন্টাম হারাই থারাঙ্গা আউট হওয়ার পর থেকে। এরপরে আবার রনির রানআউট, এগুলো আমাদের পেছনে ফেলে দিয়েছে।'
২০০ রান তাড়া করতে নেমে থারাঙ্গা করেন ২৭ বলে ৪৮ রান। রনি করেন ৩৮ বলে ৬৬ রান। রনি শেষ পর্যন্ত উইকেটে থাকলেই জয় পেতো ঢাকা, বিশ্বাস করেন সাকিব।
'তামিম যেভাবে খেলেছে, ওই ভাবে যদি রনিও ২০ ওভার খেলত তাহলেই কিন্তু আমরা জিতে যাই। কেননা অনেক ছোটো মাঠ, বল খুব সুন্দর করে ব্যাটে আসছিল।'