promotional_ad

তিনবারের সেরা সাকিব আল হাসান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লীগের ষষ্ঠ আসরে টুর্নামেন্ট সেরার খেতাব অর্জন করেছেন ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। এই নিয়ে বিপিএলে তৃতীয় বারের মত টুর্নামেন্টের সেরা হওয়ার গৌরব অর্জন করলেন এই অলরাউন্ডার। 


এবারের আসরে ব্যাটসম্যান সাকিবের তুলনায় বোলার সাকিবের সাফল্য নজরে আসার মত। বল হাতে বাঁহাতি এই স্পিনার নিয়েছেন ২৩টি উইকেট। যা এখন পর্যন্ত বিপিএলের এক আসরে সর্বোচ্চ।


promotional_ad

ব্যাট হাতে অবশ্য ১৫ ম্যাচে ২১.৫০ গড়ে বাঁহাতি এই ব্যাটসম্যান করেছেন ৩০১ রান। ১১৩.১৫ স্ট্রাইক রেটে ব্যাট করে দুটি ফিফটি হাঁকিয়েছেন তিনি। তবে ২বার শুন্যের ঘরেও ফিরতে হয়েছে তাঁকে।


এর আগে বিপিএলের প্রথম আসরেও টুর্নামেন্ট সেরা হয়েছিলেন সাকিব আল হাসান। সেবার খুলনা রয়্যালসের অধিনায়ক হিসেবে ১১ ম্যাচে ১৫ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছিলেন ৪০ গড়ে ২৮০ রান।


এছাড়া দ্বিতীয় আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সে মাশরাফির নেতৃত্ব খেলেও টুর্নামেন্ট সেরা হয়েছিলেন এই অলরাউন্ডার। সেবার ১২ ম্যাচে ৩২.৯০ গড়ে ৩২৯ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১৫ উইকেট।


বিপিএলে সাকিবই সবচেয়ে বেশী টুর্নামেন্ট সেরা হওয়ার খেতাব জিতেছেন এখন পর্যন্ত। সাকিব ছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ (২০১৬, খুলনা টাইটান্স), আসার জাইদি (২০১৫, কুমিল্লা ভিক্টোরিয়ান্স) এবং ক্রিস গেইল (২০১৭ রংপুর রাইডার্স) একবার করে টুর্নামেন্ট সেরা হয়েছেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball