promotional_ad

টুইটারে তামিমের প্রশংসার ঝড়

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরিতে ঢাকা ডাইনামাইটসকে হারিয়ে বিপিএলের তৃতীয় শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার ওপেনার তামিম ইকবালের অপরাজিত ১৪১ রানের উপর ভর করে এদিন ঢাকার বিপক্ষে ১৭ রানের জয় পায় ইমরুল কায়েসের দল।


দলের জয়ের সবচেয়ে বড় অবদান ছিল তামিম ইকবালের। ১১ ছক্কা এবং ১০ চারের সাহায্যে ৬১ বলে ১৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ওপেনার। তাঁর এই ইনিংসের উপর ভর করেই ১৯৯ রানের পুঁজি পায় কুমিল্লা। জবাবে ১৮২ রান তুলতে সক্ষম হয় ঢাকা।


ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও অসাধারণ ছিলেন তামিম। ফাইনালে ম্যাচ সেরা হওয়ার দিন ২টি ক্যাচ নিয়েছেন তিনি। এদিন অসাধারণ এই ইনিংস খেলার পর টুইটারে তামিম ইকবালকে প্রশংসায় ভাসিয়েছেন অনেকেই।


promotional_ad

ক্রিকফ্রেঞ্জির পাঠকদের সুবিধার্থে টুইট গুলো তুলে ধরা হলঃ


ডিন জোন্স (ধারাভাষ্যকার এবং সাবেক অস্ট্রেলিয়ার ক্রিকেটার)- ইন শা আল্লাহ, অসাধারণ ফাইনাল, তামিম এবং রনি সত্যি অসাধারণ খেলেছে। 


গুলবাদিন নাইব (আফগানিস্তানের ক্রিকেটার)- অসাধারণ একটি নজরকাড়া ইনিংস, ওয়েল ডান তামিম


সিকান্দার রাজা (জিম্বাবুয়ে এবং চিটাগাং ভাইকিংসের ক্রিকেটার)- তামিম ইকবাল একজন ক্লাস ক্রিকেটার, অসাধারণ ব্যাটিং করেছ, নিজের প্রথম বিপিএল ফাইনালে। 


শ্রীনাথ শাহ (ইসপিএন)- অসাধারণ খেলেছে তামিম ইকবাল, দলের মোট রানের প্রায় ৭১ ভাগ রান একাই করেছে সে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball