তামিমের ঝড়ো সেঞ্চুরিতে রেকর্ড বুকে তোলপাড়

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচ শুধুই নিজের করে নিলেন তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনার এদিনে শুধু সেঞ্চুরি হাঁকাননি, করেছেন টি-টুয়েন্টি ক্যারিয়ার সেরা রানও।
ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬১ বলে ১৪১* রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন তিনি, যেখানে ছিল ১০টি চার ও ১১টি বিশাল ছক্কার মার। স্ট্রাইক রেট ছিল ২৩১.১৪!

বিপিএলে এটা শুধু তামিমের সর্বোচ্চ রানের ইনিংসই নয়, বরঞ্চ যেকোনো বাংলাদেশীর হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রান করলেন তামিম। এর আগে সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল সাব্বির রহমানের (১২২ রান, ২০১৬ সালে রাজশাহী কিংসের হয়ে)।
এদিকে তামিমের ক্যারিয়ারের প্রথম বিপিএল সেঞ্চুরিটি বিপিএল ফাইনালের ইতিহাসে দ্বিতীয় সেঞ্চুরি। এর আগের আসরের ফাইনালে রংপুরের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ক্রিস গেইল (১৪৬* রান)।
এছাড়া বিপিএলে এক ইনিংসে দেশীয় কোনও ক্রিকেটার এর আগে এতগুলো ছক্কা হাঁকাননি, এই রেকর্ডেও শীর্ষে থাকলেন তামিম।
তামিমের ঝড়ো সেঞ্চুরির দিনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সংগ্রহ করেছে বিশ ওভারে তিন উইকেটে ১৯৯ রান। এদিনে মোট রানের ৭০.৮ ভাগ করেছেন তামিম।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে তামিম সপ্তম ব্যাটসম্যান যার ব্যক্তিগত সংগ্রহ দলের মোট সংগ্রহে ৭০ ভাগের বেশি অবদান রেখেছে।