promotional_ad

ফাইনালে স্পোর্টিং উইকেট?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


এবারের বিপিএলে ঢাকা পর্বের তুলনায় সিলেট এবং চট্টগ্রাম পর্বের উইকেট থেকে বেশী রান করতে সক্ষম হয়েছে দলগুলো। ঢাকার উইকেটে খেলা হলেই রান ক্ষরায় ভুগতে হয়েছে দলগুলোকে। প্লে-অফ পর্বে এই চিত্র খানিকটা ভিন্ন হলেও শুক্রবারের ফাইনালে উইকেট যেন স্পোর্টিং হয় এমনটাই প্রত্যাশা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েসের। চাইছেন উপভোগ্য একটি বিপিএল ফাইনাল।


এবারের বিপিএলের সর্বোচ্চ দলীয় রান হয়েছে চট্টগ্রাম পর্বে। ভাইকিংসদের বিপক্ষে রংপুর রাইডার্স করেছিল ২৩৯ রান। সিলেট পর্বেও ১৬০-১৮০'র ঘরে রান করেছে দলগুলো, কিন্তু ঢাকার উইকেট থেকে বরাবরই বোলাররা সহায়তা পেয়েছে।


তাই কুমিল্লার হয়ে অধিনায়ক হিসেবে প্রথম শিরোপা জয়ের প্রত্যাশা করা ইমরুল কায়েস চাইছেন উইকেট স্পোর্টিং হক। দু'দলের লড়াইটা সমান তালে হক এমনটাই চান তিনি। তাঁর ভাষায়, 


promotional_ad

'উইকেট তো আসলে সবসময় প্রত্যাশা করি যে ব্যাটিং উইকেট হবে এবং ব্যাটসম্যানেরা ভালো করবে। একই সাথে স্পিনার এবং পেসাররা যদি সাহায্য না পায় তাহলে তো ওদের জন্য কঠিন। 


একটি স্পোর্টিং উইকেট হলে আমার মনে হয় ফাইনালটি সবাই বেশ উপভোগ করবে। আশা করছি বিপিএলের ফাইনালটি ফাইনালের মতোই হবে।'


বিপিএলে এখন পর্যন্ত অনুষ্ঠিত ৫ আসরের ফাইনালের উইকেট ছিল স্পোর্টিং। দুই দলের ব্যাটসম্যান-বোলাররাই সহায়তা পেয়েছেন উইকেট থেকে। তাই আজ ষষ্ঠ আসরের ফাইনালের উইকেটও স্পোর্টিং উইকেট হবে বলে আশা করা যাচ্ছে।  


এর আগে বিপিএলের গেল পাঁচ আসরের ফাইনালে প্রথমে ব্যাট করা দল জয়ী হয়েছে ৩ বার, যেখানে ২ বার জয়ের স্বাদ পেয়েছে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল। ৫ আসরের ফাইনালেই ১৪০ এর উপরে রান করেছে প্রথমে ব্যাট করা দল।


প্রথমবার ব্যাটিং করে সর্বোচ্চ দলীয় রান করেছিলো রংপুর। গত বছর ১ উইকেটে ২০৬ রান করেছিলো তারা। আর প্রথমে ব্যাটিং করে সর্বনিন্ম স্কোরটি ছিলো বরিশাল বার্নার্সের। বিপিএলের প্রথম আসরে ১৪০ রান সংগ্রহ করেছিলো তারা। 


আর দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ আসরে প্রথমে ব্যাট করা দল স্কোরবোর্ডে পুঁজি পেয়েছিলো ১৫০ এর উপর। তাই গেল পাঁচ আসরের বিপিএল ফাইনালে অভিজ্ঞতা থেকে ধারণা করা যাচ্ছে এবারের আসরের ফাইনালেও ১৫০-১৮০ এর ঘরে রান করার মত উইকেট থাকবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball