বিপিএল ফাইনাল সম্প্রচার করা চ্যানেলের তালিকা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় বিপিএলের ফাইনালে মাঠে নামছে সাকিব আল হাসানের দল ঢাকা ডাইনামাইটস এবং ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
হাইভোল্টেজ এই ম্যাচটি দেশের বাইরে থেকেও উপভোগের সুযোগ থাকছে ক্রিকেট প্রেমীদের। ভারতের দর্শকেরা খেলাটি সরাসরি দেখতে পারবেন ডি স্পোর্টস চ্যানেলে।

অপরদিকে পাকিস্তানের অধিবাসীদের জন্য ফাইনালটি দেখানো হবে জিও স্পোর্টসে (জিও টিভি)। ম্যাচটি সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছেন ক্যারিবিয়ান দ্বিপপুঞ্জে থাকা দর্শকেরাও। তাদের জন্য ফ্লো স্পোর্টস প্রদান করছে এই সুবিধা।
এছাড়াও যুক্তরাষ্ট্রে হটস্টার ইউএস এবং যুক্তরাজ্যে স্টার গোল্ড এইচডিতে খেলা দেখতে পারবেন সেখানে থাকা ক্রিকেটপ্রেমীরা। আর ক্যানাডার দর্শকদের জন্য বিপিএল দেখানো হবে হটস্টার ক্যানাডাতে।
তবে অনলাইনেও বিপিএলের ফাইনাল উপভোগ করার সুযোগ থাকছে সকলের। আর এই সুবিধা করে দিয়েছে র্যাবিটহোলবিডি স্পোর্টস। তাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি বিপিএলের ফাইনাল দেখতে পারবেন ভারত, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, ক্যানাডা, ইটালি, অস্ট্রেলিয়া, নেপাল, ভুটান, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, মায়ানমার, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, মালয়শিয়া, মালদ্বীপ, ওমান, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ম্যাক্সিকো, কেনিয়া, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, হংকং, কুয়েত, ডেনমার্ক, নামিবিয়া, জার্মানি এবং উগান্ডার দর্শকেরা।
বিপিএল ফাইনাল সম্প্রচার করা চ্যানেলগুলোর তালিকাঃ
ভারত | ডি স্পোর্টস |
পাকিস্তান | জিও সুপার (জিও টিভি) |
বাংলাদেশ | গাজি টিভি (জিটিভি), মাছরাঙ্গা, চ্যানেল নাইন |
ক্যারিবিয়ান দ্বিপপুঞ্জ | ফ্লো স্পোর্টস (ফ্লো স্পোর্টস ২) |
যুক্তরাষ্ট্র | হটস্টার ইউএস |
যুক্তরাজ্য | স্টার গোল্ড এইচডি (স্কাই ৭২৯, ভার্জিন ৮০১) |
ক্যানাডা | হটস্টার ক্যানাডা |