বিপিএল ৬ এর প্রাইজ মানির তালিকা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা ডাইনামাইটস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে আজ পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ঠ আসরের।
এদিকে এবারের বিপিএলের চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানির পরিমাণ এখন সেভাবে প্রকাশ করা না হলেও ধারণা করা যাচ্ছে গত আসরের প্রাইজ মানিই অপরিবর্তিত থাকছে এবারও।
সেক্ষেত্রে চ্যাম্পিয়ন দল সর্বোমোট পাবে ২ কোটি টাকা। অপরদিকে রানার্স আপ দল পাবে মোট ৭৫ লাখ টাকা। পুরষ্কার পাবেন ফাইনালের সেরা খেলোয়াড় এবং টুর্নামেন্ট সেরা ক্রিকেটারও।

ফাইনালের ম্যাচ সেরার পুরষ্কার নির্ধারণ করা হয়েছে ২ হাজার ডলার অর্থাৎ ১ লাখ ৬৭ হাজার ৬৭০ টাকা। যেখানে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ৫ হাজার ডলার। বাংলাদেশী টাকায় যার মূল্য ৪ লাখ ১৯ হাজার ১৭৫ টাকা।
বিপিএল ৬ এর প্রাইজমানির তালিকাঃ
চ্যাম্পিয়ন দলঃ ২ কোটি টাকা
রানার্স আপ দলঃ ৭৫ লাখ টাকা
ফাইনালের সেরাঃ ১ লাখ ৬৭ হাজার টাকা
টুর্নামেন্ট সেরাঃ ৪ লাখ ১৯ হাজার টাকা