promotional_ad

টেস্ট ক্রিকেট মৃতপ্রায়, মনোহরের স্বীকারোক্তি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আলোড়নে বহু আগেই রাজত্ব হারিয়েছে টেস্ট ক্রিকেট। এবার এই সহজ স্বীকারোক্তি দিলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।


বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সাংবাদিকদের সামনে এমনটা জানিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটকে জাগিয়ে রাখতে মেগা ইভেন্ট 'টেস্ট চ্যাম্পিয়নশিপের' ভূমিকাও তুলে ধরলেন তিনি।



promotional_ad

আমরা আসলে দেখছি টেস্ট চ্যাম্পিয়নশিপ মানুষের মনে আগ্রহ জমাতে পারে কিনা। সত্যি কথা বলতে টেস্ট ক্রিকেট মৃতপ্রায়। তাই টেস্ট ক্রিকেটকে জাগিয়ে তুলতেই নতুন পদক্ষেপ নিয়েছি আমরা। 


'আমাদের নানান দেশের বোর্ড প্রধান টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। এটা টেস্ট ক্রিকেটকে জীবিত রাখবে এবং এই খেলার প্রতি মানুষের আগ্রহের সঞ্চার করবে।' 


উল্লেখ্য, চলতি বছর থেকেই শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত টেস্ট চ্যাম্পিয়নশিপ। জুন মাসে শুরু হওয়ার পর চলবে টানা দু'বছর। নয়টি দেশকে নিয়ে হতে চলা এই চ্যাম্পিয়নশিপে প্রত্যেকটি দেশকে ছয়টি করে সিরিজ খেলতে হবে লিগ পর্বে। 



২০২১ সালের ৩০ এপ্রিল উদ্বোধনী মৌসুমের ফাইনাল। দু'বছরের এই সময়ে প্রত্যেকটি দলই নিজেদের পছন্দের দলের বিরুদ্ধে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ (তিনটি হোম ও তিনটি অ্যাওয়ে) খেলবে।


আইসিসি প্রকাশিত ফিউচার ট্যুর প্রোগাম(এফটিপি) অনুযায়ী, পাঁচ ম্যাচের ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজকেও রাখা হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball