পরাশক্তিতে পরিণত হবে বাংলাদেশঃ মনোহর

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ একদিন ক্রিকেট বিশ্বের পরাশক্তিতে পরিণত হবে, মনে করছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল লা মেরিডিয়ানে সাংবাদিকদের সামনে এমনটা জানিয়েছেন তিনি।
মূলত দেশের ক্রিকেটের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবদান এবং এদেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালবাসা, মুগ্ধ করেছে মনোহরকে। তিনি জানান,

'বিসিবি ক্রিকেটারদের সব ধরণের সুবিধা দিচ্ছে। বাংলাদেশ দলের ভক্ত সমর্থক বেড়েই চলছে। এই দেশের প্রত্যেকেই ক্রিকেটকে ভালবাসে। তাই ক্রিকেটাররা সব দিক থেকেই সুবিধা পাচ্ছে।
'তাই আমার বলতে কোনও বাধা নেই যে বাংলাদেশ দল একসময় ক্রিকেটের পরাশক্তিতে পরিণত হবে। আমি শুধু মাঠের ক্রিকেটকে বিবেচনা করেই বলছি, বাইরে কি হয় তা আমার জানা নেই। তবে বাংলাদেশ একদিন অবশ্যই পরাশক্তিতে পরিণত হবে।'
উল্লেখ্য, বুধবার সকালে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। আইসিসির চেয়ারম্যান হওয়ার পর এবারই প্রথম ঢাকা সফর তাঁর সবমিলিয়ে এসেছেন তিনবারের মতো।
শুক্রবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ফাইনাল দেখবেন তিনি। এছাড়া তিন দিনের এই সফরে বিসিবির সাথে নানা বিষয় নিয়ে আলোচনা করবেন মনোহর।
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার পাশাপাশি দেশের বেশ কিছু প্রসিদ্ধ স্থানও পরিদর্শন করবেন মনোহর।