বাংলাদেশের উন্নতিতে বিস্মিত মনোহর

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
গত কয়েক বছরে স্মরণীয় মাত্রায় উন্নতি করেছে দেশের ক্রিকেট। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলের পারফর্মেন্স চমক জাগিয়েছে বিশ্ব ক্রিকেটে। চমকে গিয়েছেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহরও।
নিজেদের দিনে বাংলাদেশ যে কাউকে হারিয়ে দিতে পারে মনে করছেন আইসিসির সভাপতি। তবে বাংলাদেশ দলের ধারাবাহিকতার অভাব চোখে পড়েছে মনোহরের। বৃহস্পতিবার দিন হোটেল লা মেরিডিয়ানে উপস্থিত সাংবাদিকদের সামনে জানান,

'বাংলাদেশ ভালো করছে। তাঁরা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারত যে কাউকেই হারাতে পারে। শুধু ধারাবাহিকতার অভাব রয়েছে তাঁদের।'
তবে বাংলাদেশ যদি ধারাবাহিকতা পায় তাহলে বিশ্বজয়ী দলে পরিণত হবে, বিশ্বাস মনোহরের। 'তাঁরা যখন ধারাবাহিকতা পাবে তখন বিশ্বজয়ী দলে পরিণত হবে।'
উল্লেখ্য, বুধবার সকালে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। আইসিসির চেয়ারম্যান হওয়ার পর এবারই প্রথম ঢাকা সফর তাঁর।
শুক্রবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ফাইনাল দেখবেন তিনি। এছাড়া তিন দিনের এই সফরে বিসিবির সাথে নানা বিষয় নিয়ে আলোচনা করবেন মনোহর।
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার পাশাপাশি দেশের বেশ কিছু প্রসিদ্ধ স্থানও পরিদর্শন করবেন মনোহর।