promotional_ad

উইন্ডিজ ওয়ানডে দলে ফিরলেন গেইল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


৮ মাস পর উইন্ডিজ ওয়ানডে দলে ফিরেছেন ক্যারিবিয়ান হার্ড হিটার ওপেনার ক্রিস গেইল। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দলে রাখা হয়েছে তাঁকে।


গেল বছরের জুনে বাংলাদেশের বিপক্ষে শেষবারের মত দেশের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন গেইল। সেই ম্যাচে ৬৬ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।


promotional_ad

এদিকে প্রথম বারের মত ওয়ানডে দলে ডাক পেয়েছেন নিকোলাস পুরান। দেশের হয়ে ৮টি টি-টুয়েন্টি ম্যাচে দারুণ পারফর্ম করেই ওয়ানডে দলের টিকিট পেয়েছেন তিনি। 


৮ ম্যাচে ১৫২.৫৭ স্ট্রাইক রেটে মোট ১৪৮ রান করেছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। সিরিজের শেষ টি-টুয়েন্টি ম্যাচে ভারতের বিপক্ষে ৫৩ রান করে নজর কেড়েছিলেন সবার।


দলে সুযোগ পাওয়ার আগে এই দুই ক্রিকেটারই ব্যস্ত ছিলেন চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগে। ক্রিস গেইল ছিলেন রংপুর রাইডার্সের দলে আর সিলেট সিক্সার্সের হয়ে বিপিএল মাতিয়েছেন নিকোলাস পুরান।


চলতি মাসের ২০ তারিখ পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে বার্বাডোসে। এই সিরিজের পর তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে দু'দল। 


উইন্ডিজ স্কোয়াডঃ 
জ্যাসন হোল্ডার (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, এভিন লুইস, অ্যাশলে নার্স, কিমো পল, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, কিমার রোচ, ওশান থমাস



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball