promotional_ad

শুরুতে ইংল্যান্ড, শেষে বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রুহেল আহমেদের দুর্দান্ত বোলিং এবং বেন চার্লসওর্থের অসাধারণ ব্যাটিংয়ে প্রথম চারদিনের টেস্টের প্রথম দিন ভাগাভাগি করে নিয়েছে ইংল্যান্ড এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দিনের ৯০ ওভার ব্যাটিং করে ২৬১ রান সংগ্রহ করেছে সফরকারীরা এবং আট উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা।


কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো ইংল্যান্ড। দুই ওপেনারের অসাধারণ ব্যাটিংয়ে দিনের শুরুটা ভালোই হয়েছিল সফরকারীদের। বেন চার্লসওর্থ এবং জর্জ ব্যাল্ডারসেন জুটি ইংলিশ যুবাদের সংকেত দিচ্ছিল বড় সংগ্রহের।


কিন্তু দুই ওপেনারের জুটিতে ফাটল ধরান রুহেল আহমেদ। দিনের প্রথম সেশন উইকেট শূন্য বাংলাদেশকে সাফল্য এনে দেন তিনি। ৬৫ রান করা ব্যাল্ডারসেনকে আউট করে ১২৪ রানের জুটি ভাঙ্গেন রুহেল। এরপর আরও দুই উইকেট হারায় ইংল্যান্ড। ৪ রান করে আউট হন লুইস গোল্ডসওর্থি এবং ইংল্যান্ডের অধিনায়ক টম ল্যামনবি সাজঘরের পথ ধরেন মাত্র ৭ রান করে। এই দুইজনকেও ফিরিয়েছেন রুহেল।



promotional_ad

এরপর পাঁচে নামা ব্যাটসম্যান জিমি স্মিথ এক প্রান্ত আগলে রাখা ওপেনার চার্লসওর্থকে সঙ্গ দিতে গিয়ে ব্যর্থ হয়েছেন। মাত্র ১৪ রান করে ফিরেছেন তিনি। তবে ব্যাট হাতে অসাধারণ খেলে অর্ধশতক হাঁকিয়ে নিয়েছেন চার্লসওর্থ।


ছয়ে নামা ব্যাটসম্যান জর্জ হিলের সাথে ভালো একটি জুটি গড়ার লক্ষ্যে ছিলেন চার্লসওর্থ। কিন্তু দুর্দান্ত ব্যাটিং করতে থাকা এই ব্যাটসম্যানকে ফিরে যেতে হয়েছে এক রানের আক্ষেপ নিয়ে। ২৪৮ বল খেলে ৯৯ রানে রুহেল আহমেদের বলে উইকেটরক্ষক এবং বাংলাদেশ যুবাদের অধিনায়ক আকবর আলির হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন চার্লসওর্থ।


এরপর আর দাঁড়াতে পারেনি ইংলিশ কোন ব্যাটসম্যান। টাইগার বোলারদের সামনে ভেঙ্গে পড়েছে তাঁদের ব্যাটিং লাইন আপ। শেষের দিকে নামা ব্যাটসম্যানরা দলের খাতায় উল্লেখযোগ্য রান যোগ করতে পারেননি।


দিন শেষে অলআউট না হলেও আট উইকেট হারিয়েছে সফরকারীরা। বাংলাদেশের হয়ে একাই চার উইকেট নিয়েছেন রুহেল আহমেদ। দুইটি করে উইকেট নিয়েছেন আসাদুল্লাহ গালিব এবং মিনহাজুর রহমান।



সংক্ষিপ্ত স্কোরঃ


ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ২৬১/৮ (৯০ ওভার)


(চার্লসওর্থ ৯৯, ব্যাল্ডারসেন ৬৫; রুহেল ৪/৬১)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball