হোয়াইটওয়াশ এড়ালো পাকিস্তান

ছবি: গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশের মিশন নিয়ে খেলতে নেমেছিলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেঞ্চুরিয়ননে অনুষ্ঠিত তৃতীয় টি টুয়েন্টি ম্যাচে সফরকারীদের কাছে ২৭ রানে পরাজিত হয়ে সেই আশা পূর্ণ হয়নি প্রোটিয়াদের।
এদিন শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৮ রান সংগ্রহ করেছিলো সফরকারী পাকিস্তান। তাদের ছুঁড়ে দেয়া ১৬৯ রানের লক্ষ্যে পরবর্তীতে খেলতে নেমে ১৪১ রানে থামতে হয় তাদের।
প্রোটিয়াদের এই স্বল্প রানে বেঁধে ফেলার পেছনে অগ্রণী ভূমিকা পালন করেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। ৪ ওভার বোলিং করে ২৭ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন তিনি। ২ উইকেট নিয়ে আমিরকে সঙ্গ দিয়েছেন লেগ স্পিনার শাদাব খান এবং ডান হাতি পেসার ফাহিম আশরাফ। আর ইমাদ ওয়াসিম এবং শাহিন শাহ আফ্রিদি ১টি করে উইকেট পেয়েছেন।
পাকিস্তানি বোলারদের দারুণ বোলিংয়ের সামনেও নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন ৩১ বছর বয়সী বোলিং অলরাউন্ডার ক্রিস মরিস। মাত্র ২৯ বলে ৩টি ছয় এবং ৫টি চারের সাহায্যে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলেছেন তিনি।

আর তিন নম্বরে ব্যাট করতে নামা রাসি ভ্যান ডার ডুসেনও ছিলেন ফর্মে। ২টি ছয় এবং সমান সংখ্যক চারের সাহায্যে ৩৫ বলে ৪১ রান করেছেন তিনি। তবে বাকি ব্যাটসম্যানদের আর কেউই সেভাবে বড় রান করতে পারেননি। ফলে শেষ পর্যন্ত হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে সক্ষম হয়েছে পাকিস্তান।
এর আগে ম্যাচটির শুরুতে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডেভিড মিলার। এরপর খেলতে নেমে ২৮ বছর বয়সী বাঁহাতি পেসার বিউরান হেন্ডরিক্সের তোপের মুখে পড়েছিলো পাকিস্তান। মাত্র ১৪ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন তিনি। ২৭ রানে ২ উইকেট নিয়ে তাঁকে সঙ্গ দিয়েছেন ক্রিস মরিস।
এরপরেও বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আসিফ আলি এবং শাদাব খানের ২০ ঊর্ধ্ব ইনিংসে ভর করে ৯ উইকেটে ১৬৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় সফরকারীরা। ওপেনিংয়ে নেমে বাবর ১১ বলে ২৩ রানের ঝড়ো একটি ইনিংস খেলেছেন।
যেখানে উইকেটরক্ষক ব্যাটসম্যান রিজওয়ানের ব্যাট থেকে এসেছে ২২ বলে ২৬ রান। এছাড়াও ২০ বলে ২৫ রান করেছিলেন আসিফ আলি। তবে শেষের দিকে মাত্র ৮ বলে ২২ রানের একটি অপরাজিত ক্যামিও ইনিংস খেলে দলকে শক্ত অবস্থানে নিয়ে গিয়েছিলেন শাদাব খান।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তান- ১৬৮/৯ (২০ ওভার) (রিজওয়ান-২৬, আসিফ-২৫; হেন্ডরিক্স-৪/১৪, মরিস-২/২৭)
দক্ষিণ আফ্রিকা- ১৪১/৯ (২০ ওভার) (মরিস-৫৫*, ডুসেন-৪১; আমির-৩/২৭, শাদাব-২/৩৪)
টস- দক্ষিণ আফ্রিকা (বোলিং)