promotional_ad

দলের সমস্যা দেখিয়ে দিলেন মাশরাফি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ৫ উইকেটে পরাজিত হয়ে শিরোপা জয়ের লড়াইয়ে ছিটকে পড়েছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। ম্যাচটিতে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে নিজ দলের খুঁটিনাটি সমস্যার কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন মাশরাফি।


রাইডার্স অধিনায়ক জানিয়েছেন দলের ব্যালেন্সের অভাব গত আসরের মতো এবারও ছিলো প্রকটভাবে বিরাজমান। ​​​​​​এক্ষেত্রে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উদাহরণ টেনেছেন মাশরাফি। কুমিল্লার ব্যাটিং লাইন আপে সাত এবং আট নম্বরে যেমন আফ্রিদি কিংবা থিসারা পেরেরার মতো ক্রিকেটার খেলেন। অথচ রংপুরের এই পজিশনে খেলতে নামেন মাশরাফি নিজে কিংবা ফরহাদ রেজা। যাদের কাউকেই আদর্শ পিঞ্চ হিটার হিসেবে আখ্যা দেয়া যায় না। আর এটি মেনেই মাশরাফি বলেছেন,      


'দলে ব্যালেন্সের সব সময়ই অভাব ছিল। সেটা শুরু থেকেই। আগের বছরও ছিল। গাজী, জিয়া ওরা ওপেন করেছে। আমি তিনে খেলেছি। একই সমস্যা এবারও হয়েছে। অন্যান্য দলে হয় কি আফ্রিদি, থিসারা সাতে আটে নামছে, কিন্তু আমাদের সেই ‍সুযোগ নেই। আমাদের সাতে আটে আমি, ফরহাদ রেজা। বড় সমস্যা। যতক্ষণ এবি, হেলস ছিল ততক্ষণ আমরা ম্যানেজ করতে পেরেছি টপে। কিন্তু ওরা চলে যাওয়ার পর সমস্যা হয়েছে।​'​​​​


promotional_ad

দলে একজন বিদেশি অলরাউন্ডারের অভাব বেশ ভালোই বোধ করেছেন মাশরাফি। ভালো একজন অলরাউন্ডার থাকলে বোলিং এবং ব্যাটিং উভয় দিক থেকেই কিছুটা নির্ভার থাকা সম্ভব হতো, বিশ্বাস তাঁর। বিশেষ করে ব্রাভো কিংবা রাসেলের মতো একজনকে বেশ দরকার ছিলো রংপুরের। দেশীয় ব্যাটসম্যানেরা নিজেদের সেরাটা ঢেলে দিতে ব্যর্থ হওয়াতেই হয়তো বিদেশি অলরাউন্ডারের আক্ষেপে পুড়েছেন নড়াইল এক্সপ্রেস, 


'আমাদের যদি বিদেশি একজন অলরাউন্ডার থাকতো তাহলে সুবিধা হতো, যেমন ব্রাভো বা রাসেল। বোলিংও টপ কোয়ালিটি ব্যাটিংও। ব্যাটিংয়ে তো আমরা মেহেদী মারুফকে সাত-আট ম্যাচে সুযোগ দিয়েছি। ওপেনিং তো একটা স্লট ফাঁকা ছিল। মিথুনকে আমরা পাঁচে বা তিনে খেলিয়েছি। সব সময় কিন্তু ও পারফর্ম করেছে। এবি আসার পর পাঁচে গেছে। যে স্লটগুলো ফাঁকা ছিল সেগুলোতে আমরা খেলিয়েছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে ওদের থেকে সেরাটা আমরা পাইনি।'


দলর স্পিন বিভাগ নিয়েও অসন্তোষ আছে মাশরাফির। স্পিনাররা দলকে সেরা সাফল্য এনে দিতে পারেননি জানিয়ে তাঁর ভাষ্য, 'আরেকটা জিনিস আমাদের স্পিন বিভাগ আমাদের সেরা সাফল্য এনে দিতে পারেনি। অন্যান্য দলে করেছে। আমাদের পেস বোলিং অ্যাটাক নিয়ে আমরা এগিয়েছি। অন্যান্য দলে স্পিনাররা এ ধরণের উইকেটে অনেক কিছু করেছে। আমাদের হয়নি। যেটা আমাদের ঘাটতি ছিল।' 


রংপুরের বিপক্ষে অলরাউন্ডার সমৃদ্ধ দল নিয়েই খেলতে নেমেছিলো ঢাকা ডাইনামাইটস। সাকিব আল হাসান, ​​​​​​আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং কাইরন পোলার্ডের মতো বিশ্ব মাতানো অলরাউন্ডারদের নিয়ে সাজানো দলটির সাথে পেরে ওঠা খুব একটা যে সহজ ছিলো না সেটাও স্পষ্টভাবে তুলে ধরেছেন রাইডার্স অধিনায়ক মাশরাফি। তিনি বলেছেন,   


'চারটা অলরাউন্ডার আসলে কঠিন, যেই দলে থাকে তাদের জন্যও কঠিন। বেশি অলরাউন্ডার থাকলে হয় কি দ্বিধা সৃষ্টি হয় যে কাকে বোলিং করাবো। কিন্তু ধরেন রাসেল, নারিন আছে ওরা যেকোনো সময়ে ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে থাকে। তো ওদের বিরাট সুবিধা তো এখানে থাকে। আসলে টি-টোয়েন্টিতে সবাই চায় মাল্টি স্কিল টাইপের খেলোয়াড়। যারা ব্যাটিং-বোলি দুটাই করে। বিগ শট খেলতে পারে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball