নিউজিল্যান্ডেও এমন পারফর্মেন্স চান রুবেল

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে শুধুই দেখা গেল রুবেল হোসেনের দাপট। এমন পারফর্মেন্স আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও অব্যাহত রাখতে চান তিনি।
এদিনে ক্রিস গেইল ও আসরে অসাধারণ ফর্মে থাকা রাইলি রুশোসহ রংপুরের মোট চার ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন তিনি। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রুবেল জানান,

'আমি এখানে খুব ভালো একটা ছন্দে আছি এই মুহূর্তে। যদি সুযোগ পাই তাহলে নিউজিল্যান্ডে খুব ভালো বোলিং করার চেষ্টা করব। ওখানকার আবহাওয়া আর উইকেটের সঙ্গে খুব দ্রুত মানিয়ে নিতে হবে।'
যদিও চলতি বিপিএলে খুব ভালো ফর্মে ছিলেন না রুবেল, তবে জ্বলে উঠলেন গুরুত্বপূর্ণ ম্যাচেই। গত আসরে রংপুরের হয়ে খেলা রুবেল ঝলসে ওঠার জন্য বেঁছে নিয়েছেন রংপুরকেই।
'এই ম্যাচটা যারা জিতবে তাঁরাই ফাইনাল খেলবে। আমাদের মিটিংয়ে কথা হচ্ছিল এসব নিয়ে, যে জিততেই হবে। আমাদের ডু অর ডাই ম্যাচ। আমি যেহেতু আগে রংপুরে ছিলাম, আমার মনে হয়েছে যে ওদের বিপক্ষে ভালো বল করতেই হবে।'
ম্যাচ জয়ের পর অধিনায়ক সাকিব আল হাসানকেও কৃতিত্ব দিয়েছেন রুবেল। অধিনায়কের পরিকল্পনার কথা বলার সময় জানিয়েছেন,
'ওদের বড় দুইজন ব্যাটসম্যান মাঠে ছিল। তাঁদের আউট করাই লক্ষ্য ছিল। ওদের যখন তিন ওভারে ৪০-৪২ রান হয়েছিল তখন সাকিব ভাই বলেছিল যে উইকেটের জন্য বল করতে হবে, তাহলেই রান কমবে। তো আমি চেষ্টা করেছি, সফলতা এসেছে।'