ঢাকা সবসময় জিততে চায়ঃ নারিন

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পুরো বিশ্বজুড়ে সুনাম আছে ক্যারিবীয় তারকা অলরাউন্ডার সুনিল নারিনের। বিশ্বের বিভিন্ন প্রান্তে দাপটের সঙ্গেই খেলে আসছেন তিনি।
তবে বিপিএলে তাঁর দল ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলাটা একটু বাড়তি চাপের বিষয় মনে করছেন তিনি! দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারানোর পর ধারাভাষ্যকারদের সামনে তিনি জানান,

'ঢাকার হয়ে খেলা সর্বদাই চাপের ব্যাপার। কারণ তারা সবসময়েই জিততে চায়। সুতরাং ম্যাচ হারলে সেটি আমাদের জন্য বেশ কঠিন হয়ে যায়।'
আসরে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠে গিয়েছে ঢাকা। অন্যান্য দলে নিজের ম্যাচ জয়ী পারফর্মেন্স ধরে রাখার মতো ঢাকার হয়েও নিজের পারফর্মেন্স ধরে রাখতে চান নারিন। যদিও চলতি বিপিএলে খুব বেশি আলো ছড়াতে পারেননি তিনি।
'আমাদের দলে সকলেই ভালো খেলছে। চাপের মুখে তারা সকলে সেরাটা দেয়ার চেষ্টা করে। আমি ব্যাট এবং বল হাতে আমার দলের জন্য অবদান রাখার চেষ্টা করি। আমি খেলাটি উপভোগ করছি এবং ফাইনালে আমার পারফর্মেন্স ধরে রাখতে চাই।'