স্বল্প মেয়াদে নতুন ব্যাটিং কোচ পেল বাংলাদেশ

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিউজিল্যান্ডের সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার রিস মরগান বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং স্টাফের সদস্য হিসেবে যোগ দিবেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখেই টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে খন্ডকালিন কাজ করবেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। আগামী ২০শে ফেব্রুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ শিবিরে যোগ দেয়ার কথা রয়েছে তাঁর।
প্রধান কোচ স্টিভ রোডসের ইচ্ছাতেই এই কিউইকে নিয়োগ দিয়েছে বোর্ড বলে জানা গেছে। মরগানকে নিয়োগ দেয়া প্রসঙ্গে নিজামুদ্দিন চৌধুরী বলেছেন,
'আমাদের চার থেকে পাঁচ জন ক্রিকেটার নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ শেষে থেকে যাবে এবং টেস্ট খেলতে বাকিরা তাদের সাথে যোগ দিবে সেখানে। সুতরাং আমরা মরগানকে অতিরিক্ত সাপোর্ট স্টাফ হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি এই সময়ের মধ্যে যেন সে বাকি ক্রিকেটারদের নিয়ে কাজ করতে পারে।'
দলের সকল দিক নিয়েই কাজ করবেন মরগান বলে জানিয়েছেন নিজামুদ্দিন। তাঁর ভাষ্যমতে, 'তাঁর নিয়োগের সময়সীমা বেশ সংক্ষিপ্ত, দশ থেকে বারো দিন সর্বোচ্চ, মূলত সে একজন ব্যাটিং কোচ, তবে ক্রিকেটারদের সবদিক নিয়েই সে কাজ করবে।'
উল্লেখ্য নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ২৮শে ফেব্রুয়ারি মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে হ্যামিল্টনে।