ফাইনাল উপভোগ করতে বললেন সাকিব

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
টানা চারটি জয় দিয়ে এবারের বিপিএলে যাত্রা করেছিলো ঢাকা ডায়নামাইটস। শেষের দিকে টানা পাঁচটি ম্যাচ হেরে অনেক কষ্টে এলিমিনেটরে জায়গা করে নিয়েছিলো তাঁরা। এবার ফাইনালে উঠে তাই আনন্দে আত্মহারা অধিনায়ক সাকিব আল হাসান।
দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারানোর পর ফাইনাল ম্যাচটি (কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে) উপভোগ করতে দলের ক্রিকেটারদের নির্দেশ দিলেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে জানান,

'আসরে একটা সময় আমরা আশাহীন হয়ে পড়েছিলাম। তারপরেও এখন আমরা ফাইনালে। আমি আমার দল থেকে এর চেয়ে বেশি আশা করতে পারিনা। দলের সবার প্রতি আমার একটাই কথা থাকবে, তা হচ্ছে পরের (ফাইনাল) ম্যাচটি উপভোগ করো তা যতই কঠিন হোক না কেন।'
রংপুরের বিপক্ষে ম্যাচটিতে দুই দলের মূল পার্থক্য গড়ে দিয়েছেন পেসার রুবেল হোসেন। ২৩ রান খরচায় রংপুরের চার ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি। তাঁকে সহ দলের সব বোলারদের প্রতি কৃতজ্ঞতা জানান সাকিব,
'আমরা সত্যিকার অর্থেই অনেক ভালো খেলেছি। বল হাতে দিনটি ছিল রুবেলের। সে দুর্দান্ত বল করেছে। দলের অন্যান্য বোলারাও দারুণ বল করেছে। সবমিলিয়ে বলব, এটা ছিল দারুণ একটি দলীয় পারফর্মেন্স।'
একটানা চলতে থাকা বিপিএলে ক্লান্ত ঢাকার ক্রিকেটাররা। ছোটোখাটো ইনজুরি লেগেই আছে তাঁদের। তবে সব ভুলে ফাইনালে চোখ সাকিবের। 'পেশিতে টান পড়া বা এই ধরণের ইনজুরি তো থাকেই। কিন্তু সামনে ফাইনাল ম্যাচ। আর ফাইনাল ম্যাচ কেউই মিস করতে চায়না।'