দিনের সেরাঃ রুবেল হোসেন

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বল হাতে এবারের বিপিএল আসরে দারুণ ফর্মে আছেন টাইগার পেসার রুবেল হোসেন। ঢাকা ডাইনামাইটসের জার্সিতে ১৪ ম্যাচে ২১ উইকেট শিকার করে শীর্ষ উইকেট শিকারির তালিকায় চতুর্থতে উঠে এসেছেন তিনি।
৭.৩৭ ইকোনমি রেটে বোলিং করা এই পেসার সর্বশেষ রংপুর রাইডার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচেও নিজের সামর্থ্যের জানান দিয়েছেন দারুণভাবে।
মাশরাফিদের মুখোমুখি হয়ে মাত্র ৩.৪ ওভার বোলিং করে ২৩ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন তিনি। পাশাপাশি একটি মেইডেনও নিয়েছেন। এবারের বিপিএলে এটাই তাঁর সেরা বোলিং ফিগার।

রুবেলের এই দারুণ বোলিংয়ের সামনে অলিখিত সেমিফাইনাল ম্যাচটিতে ২ বল হাতে রেখে মাত্র ১৪২ রানে অলআউট হয়ে যায় মাশরাফির দল রংপুর।
৬.২৭ ইকোনমিতে বল করা রুবেলের উইকেটের তালিকায় আছেন ক্রিস গেইল, রাইলি রুশো, রবি বোপারা এবং নাহিদুল ইসলাম। অর্থাৎ রাইডার্সদের সবথেকে সামর্থ্যবান ব্যাটসম্যানদেরকেই ফিরিয়েছেন রুবেল।
রুবেলের দারুণ বোলিংয়ের সামনে গেইল মাত্র ১৫ রান করতে সক্ষম হয়েছেন। অপরদিকে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক রুশো ফিরেছেন রানের খাতা খোলার আগেই।
এছাড়াও ইংলিশ অলরাউন্ডার বোপারাকে ৪৯ রানে ফিরিয়েছেন পেসার রুবেল। আর লোয়ার অর্ডার ব্যাটসম্যান নাহিদুল মাত্র ৪ রান করতে সক্ষম হয়েছেন। সবমিলিয়ে দিনের সেরার খেতাবটি যে রুবেলেরই প্রাপ্য তা বলাই বাহুল্য।
উল্লেখ্য বিপিএলের চলতি আসরের শুরু থেকেই মোটামুটি ছন্দে আছেন পেসার রুবেল। সিলেট সিক্সার্সের বিপক্ষে গত ১২ই জানুয়ারির ম্যাচে ২২ রানে ৩ উইকেট শিকার করেছিলেন তিনি।
এরপর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১লা ফেব্রুয়ারি ৩০ রানে ৪ উইকেট নেন ডাইনামাইটসের পেস তারকা। এরপরের ম্যাচে খুলনার মুখোমুখি হয়ে ২৭ রান খরচায় ২ উইকেট পান রুবেল।