রেকর্ড ব্যবধানে হেরে সিরিজ শুরু ভারতের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৮০ রানের বড় ব্যবধানে হেরেছে ভারত। সেইফার্টের ঝড়ো ৮৪ রানের ইনিংসে নিউজিল্যান্ড ২২০ রানের লক্ষ্য দিয়েছিল ভারতকে। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৩৯ রানে গুটিয়ে গেছে ভারতীয় দল।
টি-টুয়েন্টি ফরম্যাটে রানের হিসাবে এটিই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড। এর আগে তাদের সবচেয়ে বড় হারটি অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০১০ সালে ৪৯ রানে হেরেছিল ভারত। এবার সেই হারকেও ছাপিয়ে গেল রোহিত শর্মার দল।
বড় লক্ষ্যের জবাবে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। তারা দলীয় ১৮ রানেই অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায়। তিনি মাত্র ১ রান করে সাউদির শিকার হয়েছেন।
দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন ধাওয়ান ও শঙ্কর। ২৯ রান করে ধাওয়ান স্ট্যানারের শিকার হলে শুরু হয় ভারতীয় ব্যাটসম্যানদের আসা যাওয়া।
শঙ্কর ফিরেছেন ২৭ রান করে। মিডেল অর্ডারে ধোনির ৩৯ আর লোয়ার অর্ডারে ক্রুনাল পান্ডিয়ার ২০ ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি। ফলে ১৯.২ ওভারে ভারতীয় দল অল আউট হয় ১৩৯ রানে।

নিউজিল্যান্ডের হয়ে ৩টি উইকেট শিকার করে দলের সেরা বোলার টিম সাউদি। ২টি করে উইকেট নিয়েছেন ফার্গুসন, স্ট্যানার ও সোধি। ১টি উইকেট গেছে মিচেলের ঝুলিতে।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে কলিন মুনরো ও টিম সেইফার্টের ব্যাটে উড়ন্ত সূচনা পায় নিউজিল্যান্ড। প্রথম পাওয়ার প্লে'তে এই দুজনে তুলে নেন ৬৬ রান। ওপেনিং জুটিতে মাত্র ৫০ বলে ৮৬ রান যোগ করেন দুজনে।
২টি করে চার-ছক্কা মেরে ২০ বলে ৩৪ রান করে মুনরো ক্রুনাল পান্ডিয়ার বলে ধাওয়ানের হাতে ক্যাচ দিলে এই জুটি ভাঙে। সঙ্গী ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে খেলেছেন সেইফার্ট।
তিনি অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে দ্বিতীয় উইকেটে যোগ করেন আরও ৪৮ রান। সেঞ্চুরির আশা জাগালেও তিনি ৮৪ রান করে খলিল আহমেদের বলে বোল্ড হয়ে আউট হয়েছেন। তাঁর ইনিংসটি ৬টি ছয় ও ৭টি চারে সাজানো ছিল।
অধিনায়ক উইলিয়ামসনের ব্যাট থেকে এসেছে ৩৪ রান। শেষদিকে রস টেইলরের ১৪ বলে ২৩ এবং স্কট কুগ্লেনের ৭ বলে ২০ রানের ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান করে নিউজিল্যান্ড।
৫১ রান দিয়ে ২ উইকেট নিয়ে ভারতের সবচেয়ে সফল বোলার ক্রুনাল পান্ডিয়া। তাছাড়া, ১টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর, খলিল, হার্দিক ও চাহাল।
সংক্ষিপ্ত স্কোরঃ
নিউজিল্যান্ডঃ ২১৯/৬ (২০ ওভার)
(সেইফার্ট ৮৪, মুনরো ৩৪, উইলিয়ামসন ৩৪; ক্রুনাল ২/৫১)
ভারতঃ ১৩৯/১০ (১৯.২ ওভার)
(ধোনি ৩৯, ধাওয়ান ২৯, শঙ্কর ২৭; সাউদি ৩/১৭)