ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট মিশনে বাংলাদেশ

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশ যুব দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার। চারদিনের প্রথম ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সকাল ১০ টায়।
টেস্ট সিরিজের আগে দুই দল টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলেছে। দুটি সিরিজেই টাইগারদের কাছে পাত্তা পায়নি ইংলিশ যুবারা। একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ইংলিশদের হোয়াইট ওয়াশ করেছে আকবর আলীর নেতৃত্বাধীন দলটি। সিরিজের প্রথম ম্যাচে তারা ইংলিশ যুবাদের ৫ উইকেটের ব্যবধানে পরাজিত করে।

দ্বিতীয় ওয়ানডেতেও ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগার যুবারা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৬৩ রানের ব্যবধানে জিতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ যুব দল।
টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজের ম্যাচগুলো কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও, দুটি চারদিনের ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
সিরিজের দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৫ই ফেব্রুয়ারি। সিরিজ শেষে আগামী ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে ইংলিশ যুবাদের।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ আকবর আলি (অধিনায়ক), শামিম হোসেন (সহ-অধিনায়ক), মোহাম্মদ প্রান্তিক নওরোজ, তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসাইন, মাহমুদুল হাসান, অমিত হাসান, রকিবুল হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, শাহাদাত হোসেন, রিশাদ হোসেন, রুহেল আহমেদ, মোহাম্মদ শাহিন আলম, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব ও তৌহিদ হৃদয়।
স্ট্যান্ড বাইঃ সাজিদ হাসান সিয়াম, মিজানুর রহমান মোহনা, মুজাক্কির হুসাইন, আসাদুল্লাহ হিল গালিব, ফজলে রাব্বি।