বিশ্বকাপে কোহলির পজিশন পরিবর্তনের ভাবনায় শাস্ত্রী

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মাস তিনেক বাকি আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। এরই মধ্যে বিশ্বকাপের পরিকল্পনা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। দলের সেরা ব্যাটসম্যান ভিরাট কোহলিকে ৪ নম্বরে খেলানোর পরিকল্পনা করছেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।
সম্প্রতি ক্রিকবাজের সাথে এক সাক্ষাৎকারে শাস্ত্রী জানিয়েছেন, তারা ভারতের ব্যাটিং অর্ডারের শীর্ষ তিন ব্যাটসম্যানকে আলাদা করতে চান। কোহলিকে চারে নামিয়ে তিন নম্বরে অন্য আরেকজন ব্যাটসম্যানকে খেলানোর পরিকল্পনা তাঁর।

'ভালো জিনিস হলো ভারতের শীর্ষ তিনজনকে আমরা আলাদা করতে পারি, যদি পরিবেশ এবং পরিস্থিতি চায়। ভিরাট কোহলির মতো একজন ৪ নম্বরে ব্যাট করতে পারে। আমরা তিন নম্বরে ভালো একজনকে পাঠাতে পারি, ব্যাটিং লাইন আপ আরও ভারসাম্যপূর্ণ করার জন্য।'
তিন নম্বরে রাইডুকে খেলানোর প্রস্তাব করেছেন তিনি। তবে ওপেনিং কম্বিনেশনে কোনো পরিবর্তন করতে চান না তিনি। শীর্ষ তিন ব্যাটসম্যানকে আলাদা করলে ভারতের ব্যাটিং অর্ডার আরও শক্তিশালী হবে বলে বিশ্বাস শাস্ত্রীর।
'সম্ভবত রাইডু অথবা অন্যকেউ তিন নম্বরে ব্যাট করবে এবং কোহলি ব্যাট করবে চার নম্বরে। আমরা ওপেনিং কম্বিনেশনে কোনো পরিবর্তন করতে চাইনা। শীর্ষ তিনকে আলাদা করলে আমাদের ব্যাটিং আরও শক্তিশালী হবে।'
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে কোহলির মতো ব্যাটসম্যানকে দ্রুত না হারাতেই এই পরিকল্পনা করেছেন শাস্ত্রী। এখন দেখার বিষয় বিশ্বকাপে এই পরিকল্পনা কাজে লাগাতে পারে কিনা ভারতীয় দল।
'বড় টুর্নামেন্টে আপনি অবশ্যই চাইবেন না ১৮-৩ অথবা ১৬-৪। আমি দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে উদ্বিগ্ন নই। তবে কেন আমি আমার সেরা ব্যাটসম্যানকে দ্রুত হারাতে চাইব বিশ্বকাপের ম্যাচে।'