পান্ডিয়াদের বিরুদ্ধে মামলা!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জনপ্রিয় টেলিভিশন শো কফি উইথ করণে নারীর প্রতি অবমাননাকর মন্তব্যের কারণে এবার মামলা হয়েছে ভারতের দুই ক্রিকেটার হার্দিক পান্ডেয়া এবং লোকেশ রাহুলের বিরুদ্ধে। শুধু এই দুজনই নয় এই মামলায় নাম রয়েছে চলচিত্র নির্মাতা এবং অনুষ্ঠানটির উপস্থাপক করণ জহরেরও।
ভারতের জোধপুরে তাঁদের বিপক্ষে এই মামলা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের এক টুইটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।

গেল বছরের ডিসেম্বরে টিভি শো কফি উইথ করণে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন হার্দিক পান্ডিয়া। তাঁর সঙ্গে একই অনুষ্ঠানে ছিলেন লোকেশ রাহুলও।
এই মন্তব্যের পর অস্ট্রেলিয়া সিরিজের মাঝ পথে এই দুজনকে দেশে ফিরিয়ে আনে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারপরই তাঁদের অনির্দিষ্ট কালের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়।
যদিও নিষিদ্ধ করার কয়েকদিনের মধ্যে তাঁদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় বিসিসিআই। যার সুবাদে নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় দলে ডাক পান পান্ডিয়া।
বর্তমানে নিউজিল্যান্ড সিরিজে দলের সঙ্গে আছেন তিনি। অন্যদিকে লোকেশ রাহুলও ভারতের 'এ' দলের সঙ্গে আছেন। এখন দেখার বিষয় মামলার পর কোন পদক্ষেপ নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।