promotional_ad

র‍্যাঙ্কিংয়ে উন্নতি ফখরের, অবনতি ধাওয়ানের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||   


মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে হালনাগাদ এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের সেরা দশে খুব একটা পরিবর্তন আসেনি। র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন পাকিস্তানী তারকা ফখর জামান।  


তিনি ৭৫৫ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে উঠে গেছেন। ৭৪৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে নেমে গেছেন ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ান। মূলত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্মেন্সের সুবাদে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে গেছেন ফখর। 



promotional_ad

এদিকে, ৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ভিরাট কোহলি। ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে ১৪ নম্বরে থেকে সেরা অবস্থানে আছে তামিম ইকবাল।


তাঁর সংগ্রহে আছে ৭১২ রেটিং পয়েন্ট। সমান সংখ্যক রেটিং পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। শীর্ষ বিশে বাংলাদেশ দলের আর কোনো প্রতিনিধি নেই।


এদিকে টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন কিউই ব্যাটসম্যান হেনরি নিকোলস, অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে পেছনে ফেলে একধাপ উপরে জায়গা করে নিয়েছেন।



তাঁর অবস্থান এখন ৫ নম্বরে। তাঁর সংগ্রহে রয়েছে ৭৬৩ রেটিং পয়েন্ট। আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা ভোগ করা ডেভিড ওয়ার্নার ৭৫৬ পয়েন্ট নিয়ে একধাপ নিচে নেমে ৬ নম্বরে অব অবস্থান করছেন। 


আর ৬৬৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন প্রোটিয়া তারকা ডিন এলগার। তাঁর অবস্থান ১০ নম্বরে। ৯২২ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ভিরাট কোহলি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball