promotional_ad

প্রোটিয়াদের সামনে হোয়াইটওয়াশের সুযোগ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচে বুধবার মাঠে নামছে পাকিস্তান। সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদে?? সময় রাত ১০ টায়।


প্রথম দুই ম্যাচে জিতে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম ম্যাচে ৬ রানের জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৭ রানের ব্যবধানে জিতে নেয় প্রোটিয়ারা। ফলে সিরিজের শেষ ম্যাচ জিতে হোয়াইট ওয়াশের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার।
 
চলতি সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় প্রোটিয়ারা। চলতি সিরিজের শেষ ম্যাচে বুধবার মাঠে নামবে দুই দল।


প্রোটিয়া অধিনায়ক ডেভিড মিলার শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি-টুয়েন্টিতেও বেশ ভালো ফর্মে আছে বলে মনে করেন তিনি।



promotional_ad

‘টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়ের্টি সিরিজেও আমরা ভালো পারফর্ম করেছি। দারুণভাবে দুটি ম্যাচ জিতেছি আমরা। আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। এখন আমাদের সামনে নতুন লক্ষ্য পাকিস্তানকে হোয়াইটওয়শ করা।’


এদিকে, পাকিস্তান দলপতি শোয়েব মালিক জানিয়েছেন, শেষ ম্যাচ জিতে তাঁর দল সামর্থ্যের প্রমাণ দিতে চায়। প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে তাঁর দলের। তাই আর হারানোর ভয় নেই বলে মনে করেন মালিক।


‘আমাদের সামনে এখন একটি মাত্র ম্যাচ বাকি। এখানে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে আমাদের। সিরিজ হেরেছি আমরা, তাই আমাদের এখন আর কিছুই হারানোর নেই। তবে সিরিজের শেষ ম্যাচ জিততে চাই।’


দক্ষিণ আফ্রিকা একাদশ (সম্ভাব্য): জ্যানম্যান মালান, রেজা হেনড্রিক্স, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার (অধিনায়ক), হেনরিচ ক্লাসেন (উইকেটরক্ষক), উইয়ান মুল্ডার / আন্ডিল ফেলহুকায়ো, ক্রিস মরিস, লুথো সিপামলা, বুরান হেন্ড্রিক্স, জুনিয়র দালা, তাবরিজ শামসী।



পাকিস্তান একাদশ (সম্ভাব্য): ফখর জামান, বাবর আজম, হোসেন তালাত, শোয়েব মালিক (অধিনায়ক), আসিফ আলী / মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান, হাসান আলী, উসমান শিনওয়ারি / মোহাম্মদ আমির, শহীদ আফ্রিদি।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball