promotional_ad

রংপুরের ম্যাচ উইনাররা ভাবাচ্ছে সুজনকে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


এবি ডি ভিলিয়ার্স-অ্যালেক্স হেলস চলে গেলেও গেইল-রুশোদের মত ম্যাচ উইনাররা আছেন রংপুর রাইডার্সে। আর তাঁরাই ভাবাচ্ছে ঢাকা ডাইনামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজনকে।


ক্রিস গেইল নিজের সর্বোচ্চটা দিতে না পারলেও রাইলি রুশো এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান। আর বল হাতে দারুণ ছন্দে আছেন রংপুর দলপতি মাশরাফি বিন মর্তুজা


promotional_ad

রংপুরের বিপক্ষে দ্বিতীয় এলিমেনেটরে মাঠে নামার আগে এসব নিয়েই কথা বলেছেন সুজন। এই ম্যাচে যে দল জিতবে বিপিএল ফাইনালে কুমিল্লার মুখোমুখি হবে। ফাইনালে মাঠে নামার আগে সুজন বলেন,


'ওদের ম্যাচ উইনার অনেক আছে। রাইলি রুশো আছে, টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সুতরাং আমি বলবো যে এই কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নেয়ার মতো ক্রিকেটার সে এবং গেম চেঞ্জার। মাশরাফির কথা আলাদা করে বলতেই হয়। আর ওদের যারাই আছে তারাই ভালো খেলতে সক্ষম আসলে।'


গেল বারের বিপিএল ফাইনালে ক্রিস গেইল একাই হারিয়ে দিয়েছিল ঢাকাকে। এবারের আসরে এখন পর্যন্ত নিজের সেরাটা না দিতে পারলেও সুজন মনে করেন যেকোন সময় জ্বলে উঠতে পারেন এই ক্যারিবিয়ান। সুজন বলেন,


'ক্রিস গেইল খেলতে পারছে না, এটি আসলে ভয়েরই কারণ। এর আগের ফাইনালে ক্রিস গেইলের একশই আমাকে পেছনে ফেলে দিয়েছিলো আসলে। ক্রিস গেইল হলো ক্রিস গেইল। এটি আসলে তুলনা করার কিছু নেই। সে কখন মারবে কি মারবে না সেটি তাঁর ব্যাপার।


'ক্রিসকে নিয়ে আলাদা করে সেভাবে চিন্তা করার কিছু নেই যে মারছে না বা প্রথম বল থেকে হয়তো মারা শুরু করবে। তো আমার কথা সেটি না। এরপরেও আমরা ক্রিসকে নিয়ে পরিকল্পনা করি আর পরিকল্পনা বাস্তবায়ন করাটাই বড় ব্যাপার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball