মাশরাফির দল বলেই সতর্ক ঢাকা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন যেকোনো দলই যথেষ্ট শক্তিশালী এবং লড়াই করতে সক্ষম, বিশ্বাস ঢাকা ডাইনামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজনের।
রংপুরের বিপক্ষে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামার আগের দিন সুজন জানিয়েছেন জয়ের জন্য মাশরাফিদের বিপক্ষে ভালো খেলার বিকল্প নেই। সুযোগ কাজে লাগানোর সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে উল্লেখ করে ডাইনামাইটস কোচ বলেছেন,

'মাশরাফির নেতৃত্বে খেলা দলটিকে ছোট করে দেখার কিছুই নেই। দারুণ একটি লড়াকু দল তারা। সুতরাং অবশ্যই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে কালকের ম্যাচে। আর আশা করি যে সুযোগটা আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ।'
গতবারের আসরে এই মাশরাফির নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিলো রংপুর। দলটিতে রয়েছে অনেক তারকা ক্রিকেটার যারা ম্যাচ জেতাতে সক্ষম। তবে নিজেদের দলটিও যথেষ্ট ব্যালেন্সড। তিনি বলেছেন,
'মাশরাফির নেতৃত্বে কোনও দলকেই ছোট করে দেখার উপায় নেই আসলে। রংপুর চ্যাম্পিয়ন একটি দল এবং অবশ্যই অনেক শক্তিশালী। আমরাও অনেক ব্যালেন্সড এবং ভালো দল। ভালো খেলছি মাশাল্লাহ।'
তবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দুই দলেরই সেয়ানে সেয়ানে লড়াই হবে বিশ্বাস সুজনের। তাঁর ভাষ্যমতে, 'আমরা একটি খারাপ অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়েছি। ইনশাল্লাহ সেয়ানে সেয়ানে লড়াই হবে বলে আমি মনে করি।'