সরফরাজই থাকছেন বিশ্বকাপের অধিনায়ক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তান দলের অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরানো হচ্ছে না সরফরাজ আহমেদকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এহসান মানি মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন সময় বর্ণবাদী মন্তব্য করায় ৪ ম্যাচের জন্য সরফরাজকে নিষিদ্ধ করে আইসিসি। এরপরই গুঞ্জন ওঠে ২০১৯ বিশ্বকাপের আগেই অধিনায়কত্ব হারাতে চলেছেন এই উইকেট রক্ষক।

কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দিয়ে সরফরাজকে বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের অধিনায়ক হিসেবে দায়িত্বে রাখা হয়েছে। বোর্ড সভাপতি এহসান মানি জানান,
'পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতির অনেক বড় অংশ সরফরাজ আহমেদ। সে আগেই তাঁর সামর্থ্যের প্রমাণ দিয়েছে। সে একজন পারফর্মারের পাশাপাশি একজন নেতা সে।
'পাকিস্তানকে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছে সে। সেই সঙ্গে টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে পাকিস্তানকে নিয়ে আসার পেছনে তাঁর অবদান অনেক।'
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রোটিয়া অলরাউন্ডার আন্দাইল ফেহলুকায়োকে কালো বলেছিলেন সরফরাজ। এরপর তিনি ক্ষমা চাইলেও চার ম্যাচের জন্য তাঁকে নিষিদ্ধ করে আইসিসি। তাঁর পরিবর্তে চলতি সিরিজে পাকিস্তানের অধিনায়কত্ব করছেন অভিজ্ঞ শোয়েব মালিক।