বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যের উপায় বাতলে দিলেন মুডি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার উপায় বাতলে দিয়েছেন রংপুর রাইডার্সের কোচ টম মুডি। সাফল্য পাওয়ার পাশাপাশি বাংলাদেশকে যদি বিশ্বকাপটি স্মরণীয় করে রাখতে হয় তাহলে শুরু থেকেই ইতিবাচক ক্রিকেট খেলতে হবে এবং এটার ধারাবাহিকতা একদম শেষ পর্যন্ত ধরে রাখতে হবে। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাতকারে এমনই জানিয়েছেন তিনি।
আসন্ন বিশ্বকাপে অন্যতম অভিজ্ঞ দল হিসেবে অংশ নিবে টাইগাররা। বাংলাদেশ দলে মাশরাফি, সাকিবদের মত অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন যারা বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য বড় ভুমিকা রাখবেন বলেও মনে করেন সাবেক এই অজি ক্রিকেটার।

রংপুর রাইডার্সের কোচ হিসেবে এই নিয়ে দ্বিতীয় বারের মত কাজ করছেন মুডি। বাংলাদেশের ক্রিকেটারদের খুব কাছ থেকেই চেনেন তিনি। তাই তাদের সামর্থ্যের সম্পর্কে ধারণা আছে তাঁর। মুডি জানান,
'তোমাদের দলটি এবারের বিশ্বকাপে অন্যতম অভিজ্ঞ দল হবে। মাশরাফী, সাকিব, মুশফিকদের মতো দারুণ সব ক্রিকেটার তোমাদের দলে আছে।
'বিশ্বকাপে বাংলাদেশকে স্মরণীয় কিছু করতে হলে, আসরের শুরু থেকে শেষ পর্যন্ত ইতিবাচক ক্রিকেটের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এর মাধ্যমেই কাঙ্ক্ষিত সাফল্য ধরা দিবে।'
আসন্ন বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ড এবং ভারতকে ফেভারিট হিসেবে মানছেন মুডি। আর বিশ্বকাপে লক্ষ্য পূরণ করতে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করেন তিনি। তাঁর ভাষায়,
'বাস্তবিক অর্থে ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দলকে লক্ষ্য পূরণে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আমার দৃষ্টিতে স্বাগতিক ইংল্যান্ড ও ভারত ফেভারিট দল।'