বিশ্বকাপে বাংলাদেশের মূল হাতিয়ার তামিম-মুস্তাফিজঃ ডুল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের সফলতা অনেকখানি নির্ভর করবে ওপেনার তামিম ইকবাল এবং পেসার মুস্তাফিজুর রহমানের পারফর্মেন্সের উপর। বিশ্বকাপে বাংলাদেশ দলের মূল হাতিয়ার হবেন এই দুই ক্রিকেটার। এমনই মন্তব্য করেছেন ক্রিকেট ধারাভাষ্যকার সায়মন ডুল।
তামিম ইকবাল টপ অর্ডারে রান করলেই বাংলাদেশের জন্য কাজটা আরও সহজ হয়ে যাবে বলে মনে করেন ডুল। সেই সঙ্গে বিশ্বকাপের যত দিন এগোবে ততই মুস্তাফিজ আরও কার্যকারী হবেন বাংলাদেশের জন্য।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে বিশ্বকাপের জন্য বাংলাদেশের সম্ভাব্য ১৫ সদস্যের দল ঘোষণার সময় এসব নিয়েই কথা বলেছেন সাবেক এই কিউই ক্রিকেটার। তিনি বলেন,
'তামিম যদি টুর্নামেন্টে ভালো না করতে পারে তাহলে বাংলাদেশও ভালো করতে পারবে না। সে বিশ্বকাপের জন্য আমার বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াডে রয়েছে।'
'মুস্তাফিজের ওপর বাংলাদেশ অনেক বেশি নির্ভর করবে। সে দুর্দান্ত সব কাটার দিতে সক্ষম। টুর্নামেন্টে বাংলাদেশ যত সামনে এগোবে ততই সে তাঁর সামর্থ্য দেখাতে পারবে স্লো বল এবং কাটার দিয়ে।'
বিশ্বকাপের জন্য ডুলের পছন্দের বাংলাদেশ স্কোয়াডঃ-
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, নাঈম হাসান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, শফিউল ইসলাম।