হোল্ডারের অনুপস্থিতিতে অধিনায়ক ব্রাথওয়েট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে উইন্ডিজদের নেতৃত্ব দিবেন ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট। স্লো ওভার রেটের কারণে নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার নিষিদ্ধ হওয়ার কারণে তাঁকে দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগেও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে ব্রাথওয়েটের। গেল বছর বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজে ইনজুরিতে থাকা হোল্ডারের পরিবর্তে ক্যারিবিয়ানদের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

যদিও সিরিজটি ২-০ ব্যবধানে হেরেছিল উইন্ডিজরা। সেই সিরিজের পর এবার দেশের মাটিতে ক্যারিবিয়ানদের অধিনায়কত্ব করবেন ব্রাথওয়েট। উইন্ডিজ বোর্ডের নির্বাচকদের চেয়ারম্যান কোর্টনি ব্রাউন এই প্রসঙ্গে বলেছেন,
'নিষেধাজ্ঞার কারণে নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার শেষ টেস্টে খেলতে পারবেন না। তাঁর অনুপস্থিতিতে দলের অধিনায়কত্ব করবেন ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট।'
ইংল্যান্ডের বিপক্ষে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে গিয়েছে উইন্ডিজরা। অ্যান্টিগা টেস্টে ১০ উইকেটে জিতলেও স্লো ওভার রেটের কারণে নিষিদ্ধ করা হয় প্রথম টেস্টে দ্বিশতক হাঁকানো উইন্ডিজ দলপতি হোল্ডারকে।
৯ ফেব্রুয়ারির তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে। শনিবার সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
শেষ টেস্টে উইন্ডিজ স্কোয়াড:
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শামারাহ ব্রুক্স, জন ক্যাম্পবেল, রস্টন চেজ, শন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, কিমো পল, কেমার রোচ, ওশান থমাস, জোমেল ওয়ারিকেন।